Home » বাইক পাচার চক্রের হদিস,কাঁথি পুলিশের জালে আন্তঃরাজ‍্যের ৩ পান্ডা সহ ১০ টি বাইক উদ্ধার

বাইক পাচার চক্রের হদিস,কাঁথি পুলিশের জালে আন্তঃরাজ‍্যের ৩ পান্ডা সহ ১০ টি বাইক উদ্ধার

by Biplabi Sabyasachi
0 comments

Theft

আরও পড়ুন ঃ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের, জখম ১

পত্রিকা প্রতিনিধি: চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর(Purba Medinipir) জেলার কাঁথি(Kanthi) থানার পুলিশ। বাইক চুরি চক্রের জড়িত থাকার অভিযোগে পাশ্ববর্তী রাজ‍্য উড়িষ্যার(Orissa) দুই যুবক সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। আন্তঃরাজ্য পাচার চক্রের যুক্ত বলে প্রাথমিক অনুমান পুলিশের ।উদ্ধার হয়েছে চুরি যাওয়া প্রায় ১০ টি বাইক। অভিযুক্তরা হল উড়িষ্যার বালেশ্বর (Baleswar)এলাকায় শেখ কামাল উদ্দিন(Sk. Kamal Uddin) ও বাপন দাস(Bapan Das)। আরও অভিযুক্ত হল মান্দারমনি(Mandarmani) উপকূল থানার তাজপুর(Tajpur) এলাকার শেখ মিরাজুল উদ্দিন(Sk. Mirajul Uddin)। অভিযুক্তরা শুধু পূর্ব মেদিনীপুরের কাঁথি নয় বিভিন্ন জেলায় বাইক চুরি চক্রের সঙ্গে যুক্ত রয়েছে বলে পুলিশের প্রাথমিক জানতে পেরেছে। বুধবার দুই অভিয়ুক্তকে কাঁথি আদালতে তোলা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে , গত কয়েক মাস ধরে কাঁথি শহর সহ পাশ্ববর্তী এলাকা থেকে একাধিক বাইক চুরি হচ্ছিল। আর সেই চুরি হয়ে যাওয়ার বাইকের মালিকেরা কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন।

Theft

Rich results in Google SERP when searching for "Theft"
নিজস্ব চিত্র

আর এই ঘটনার অভিযোগ পেয়ে বাইক চুরি সাথে যুক্ত অপরাধীদের ধরতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল কাঁথি থানার পুলিশের। সেই মতো বুধবার কাঁথি থানার সাতমাইলের(Satmile) সারিয়া(Saria) এলাকায় একটি মোটর বাইক গ্যারেজে চোরাই বাইকের নাম্বার প্লেট পরিবর্তন করছিল ভিন রাজ্য উড়িষ্যার বেশ কয়েকজন যুবক। পাশাপাশি চুরি চক্রের সঙ্গে যুক্ত ছিল গ্যারেজের মালিকও। আর সেই ঘটনার খবর গোপন সূত্রে জানতে পেরে কাঁথি থানার পুলিশ সাতমাইলের সারিয়া এলাকায় বাইকের গ্যারেজে হানা দেয়। তবে পুলিশ আসা মাত্রই বেগতিক বুঝে গ্যারেজ ছেড়ে চম্পট দেয় মালিক বলে দাবি পুলিশের । তবে এর পর চুরির ঘটনার সঙ্গে যুক্ত ভিন রাজ্যে দুই পাচারকারী যুবককে গ্রেফতার করে। গ্যারেজ থেকে চুরি যাওয়া তিনটি বাইক উদ্ধার করে। এরপর কাঁথি আদালত থেকে দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তবে চুরির ঘটনার যুক্ত আরও মান্দারমনি থেকে শেখ মিরাজুলকে গ্রেফতার করে। গ্রেফতার মান্দারমনি যুবক শেখ মিরাজুল উদ্দিন কাঁথির জেল হাজতে রয়েছে।

Theft

আরও পড়ুন ঃ পশ্চিম মেদিনীপুরের ডেবরায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতালা মাটির বাড়ি,আতঙ্কিত বাড়ির সদস্যরা

Advertisement

কাঁথি থানার পুলিশ অভিযান চালিয়ে বাইক গ্যারেজ , জঙ্গল ও পাশাপাশি এলাকায় থেকে সাতটি চুরি যাওয়ার বাইক উদ্ধার করে। এখনোও পর্ষন্ত চুরি যাওয়ার উদ্ধারের সংখ্য বেড়ে হল ১০। পুলিশ জানতে পেরেছে উড়িষ্যার ও বাংলা বাইক চুরি করতো। উড়িষ্যার চুরি করা বাইক বাংলায় বিক্রি করতো, বাংলার চুরি করা বাইক উড়িষ্যায় বিক্রি করতো। তবে এই ঘটনার সঙ্গে বড় কোনো চোরাকারবারীদের হাত রয়েছে কি না তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন ঃ করোনার তৃতীয় ঢেউ এলে কিভাবে খোলা সম্ভব স্কুল-কলেজ! পুজোর পর নয়, এখনই খোলা হোক মেদিনীপুরে দাবি অধ্যাপকদের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Home

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.