0
পত্রিকা প্রতিনিধি: গুজরাট থেকে বাড়ি ফিরে মানসিক অবসাদে আত্মঘাতী হলেন ২৫ বছরের এক যুবক,ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩নং ব্লকের কাঞ্চন গিরি গ্রামে,মৃত যুবকের নাম অসীম ঘোষ,বয়স আনুমানিক ২৫ বছর,পরিবার সূত্রে জানা গেছে গত ১৫ আগে গুজরাট থেকে বাড়ি ফিরে খোশমেজাজেই ছিল অসীম,অবশেষে গতকাল পিকনিক নাম করার নাম করে বেরিয়ে যায় অসীম,শুক্রবার সকাল নাগাদ গ্রামের এক গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয়,খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় চন্দ্রকোনারোডের বিট হাউসের পুলিশ,মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু করেছে বিট হাউসের পুলিশ,অন্যদিকে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।