Potato Farmer commits suicide by writing note “No one plays games in potatoes”. Political pressure has started on the matter.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আলুতে লোকসান, ঋণের বোঝা সামলাতে না পেরে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন এক ব্যবসায়ী। মনোজ দত্ত (৪৮) নামে ওই ব্যক্তির বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানা এলাকার ভাটমৌদি গ্রামে। মৃত্যুর পর তার কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। খতিয়ে দেখছে পুলিশ। নোটে লেখা রয়েছে, “কয়েকবছর ধরে ক্রমে আলু ব্যবসাতে লোকসানের কারনে বাধ্য হয়ে এই পথ বেছে নিচ্ছি। এর দায় সম্পূর্ণ আমার। আলুতে কেউ গেম খেলবেন না।”
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Hereবাঁদরের কামড়ে মেদিনীপুর সদরে জখম যুবক, ভর্তি হাসপাতালে
গোয়ালতোড়ের ওই ব্যক্তি দীর্ঘ পুরনো আলু ব্যবসায়ী (potato merchant)। কয়েক বছর ধরেই তার আলু ব্যবসাতে লোকসান হচ্ছিল বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া সুইসাইড নোটে তিনি উল্লেখ করে গিয়েছেন, “আলুতে লোকসানের কারণে গত কয়েক বছরে বহু টাকা ঋণ হয়ে গিয়েছে। সমিতি সহ বিভিন্ন জায়গায় ঋণ নেওয়া হয়েছিল। সেই ঋণের ভার তার একার, এর জন্য পরিবারকে কোন ভাবে না দায়ী করা হয়। সম্প্রতি আলু দেওয়া নিয়ে কয়েকজন ব্যবসায়ীর সাথে চুক্তি করেছিলাম। তাতেই লোকসান হয়েছে বেশি। যার কারনে কোনো পথ না দেখে এই পথ বেছে নিলাম। এজন্য আমার ছেলেকে কেউ দায়ী করবেন না। ও তাহলে ভুল পথ বেছে নেবে।
Potato Merchant Suicide
সবাই ভালো থাকবেন। আলুতে কেউ গেম ঘেলবেন না।” এমন উল্লেখ করে আত্মঘাতী হয়েছে বলে পরিবারের দাবি। তাঁর ছেলে স্বরূপ দত্ত জানান, আলুতে অনেক টাকা লোকশান হয়েছিল। বাবা ওখানকার আলু ব্যবসায়ী সমিতির সদস্যও ছিলেন। আমরা যখন বাড়িতে ছিলাম না তখন বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালতোড় থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷
আরও পড়ুন : ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আলু-লঙ্কা-বেগুনের মালা পরে পথে বসলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট
বিজেপির জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইত বলেন, “এই কারণের পেছনে শাসকদলের অদূরদর্শিতা ও দুর্নীতি রয়েছে। দাম নিয়ন্ত্রন না রাখার মতো একাধিক কারনে জেলাতে আলু নিয়ে তিনজন আত্মহত্যা করলেন।” মন্তব্যকে খন্ডন করে তৃণমূলের জেলা কো অর্ডিনেটর অজিত মাইতি বলেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রতিদিন কতো লোক মারা যাচ্ছে তার দিকে ওরা দেখছে না। এখানে কেউ পারিবারিক কারণে মারা পড়লেও তা নিয়ে রাজনীতি শুরু করে দিচ্ছে। এই দ্বিমুখী নীতির কারণেই বিজেপির উত্থান স্তব্ধ। আলু ব্যবসায়ী কি কারণে মারা গিয়েছে তা পুলিশ দেখছে।”
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে শিকারিদের পথ আটকে ফেরত পাঠাল বনকর্মী ও পুলিশ! জঙ্গল পথে টহল
আরও পড়ুন : বাঁদরের কামড়ে মেদিনীপুর সদরে জখম যুবক, ভর্তি হাসপাতালে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Potato Merchant Suicide
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper