Home » বিজেপি কর্মীকে খুন, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীকে খুন, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: ফের বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।বিজেপির এক সক্রিয় কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের পর খুনের অভিযোগ তুলল গেরুয়া দল। সোমবার মোহনপুরের সিয়ালসাই এলাকার ঘটনা।অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। নিম্নাঙ্গে আঘাত করে খুনের পর দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছে বিজেপি কর্মীকে।মৃতের নাম বাচ্চু বেরা(৪৫)।মৃতদেহ দেখতে পেলে বিজেপির পক্ষ থেকে বাচ্চু বেরার দেহ তুলতে বাধা দেওয়া হয়।বিজেপি কর্মীর মৃত্যুতে সঠিক তদন্তের দাবি তুলে সিয়ালসাই-কেওটখলিসা রাস্তায় পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানান। যদিও শাসক দলের বিরুদ্ধে উঠা অভিযোগ মানতে নারাজ তৃণমূল। Mohanpur BJP, Mohanpur BJP, tmc-accused-in-the-murder-of-bjp-worker-at-mohanpur siyalsai, medinipur news, biplabi sabyasachi news

আরো পড়ুন- পশ্চিম মেদিনীপুরের শারদ সম্মান ২০২০ ঘোষণা করলেন জেলাশাসক

বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার মোহনপুরের সিয়ালসাই এলাকায়

পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। স্থানীয় সূত্রে খবর, গত অষ্টমীর দিন প্রতিবেশী এক কিশোরকে জামা, প্যাণ্ট কিনে দেওয়ার নাম করে সাইকেলে চাপিয়ে নিয়ে যান বাচ্চু। নতুন জামা-প্যাণ্ট কিনে দেওয়ার পর জঙ্গলে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলার চক্রান্ত করেন বলেও অভিযোগ।  কোনও মতে কিশোর পালিয়ে এসে পরিবারের সদস্যদের জানায়। ঘটনার কথা মৌখিক জানানো হয় স্থানীয় প্রশাসন ও পুলিশে। ঘটনা জানাজানির পরেই নিখোঁজ ছিলেন ব্যক্তি। এদিন দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলে গামছা থেকে ঝুলতে দেখা যায় ওই নিঁখোজ বিজেপি কর্মীকে। বিজেপির বক্তব্য, দেহে একাধিক আঘাতের চিহ্ন আছে। পাশাপাশি নিন্মাঙ্গে আঘাত করে মেরে ফেলা হয়েছে।মৃত বাচ্চু সিয়ালসাই বুথ এলাকার দলের সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি বিজেপির।  স্থানীয় বিজেপি নেতৃত্ব সত্য গোপাল দাস বলেন,” বিজেপি করার অপরাধে এই খুন করা হয়েছে। শরীরে কয়েকটি জায়গায় আঘাত আছে। সঠিক তদন্ত হোক।” তবে অভিযোগ মানতে নারাজ শাসক দল।  ব্লকের তৃণমূল নেতৃত্ব প্রদীপ পাত্র জানান,” কীভাবে মৃত্যু হয়েছে জানা নেই। এই ঘটনায় তৃণমূল কোনও ভাবে জড়িত নয়। দুটি পরিবারের ঝামেলার বিষয়টি সামনে এসেছিল। এটি কোনও রাজনৈতিক ঘটনা নয়। পুলিশ তদন্ত করে দেখুক।” প্রসঙ্গত বেশ কয়েকমাস আগে দাঁতনের জেনকাপুর সংলগ্ন এলাকায় এক বিজেপি কর্মীকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ছিল।ফের এই ঘটনায় চাঞ্চল্য দেখা গেছে।বিশাল পুলিশবাহিনী এলাকায় গিয়ে তদন্তের আশ্বাস দিয়ে দেহ উদ্ধার করেছে। বিজেপির জেলা সভাপতি শমিত দাশ বলেন,” দাঁতন এবং মোহনপুর থানা এলাকায় বেশি রাজনৈতিক খুনের ঘটনা ঘটছে। পুলিশের অপদার্থতা প্রকাশ পেয়েছে। ভোটের আগে তৃণমূল ভয়ের পরিবেশ তৈরি করতেই এই ঘটনা ঘটাচ্ছে।”

তবে বেলদা মহকুমা পুলিশ আধিকারিক সুমনকান্তি ঘোষ জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের পর কারণ জানা যাবে। তদন্ত করে দেখা হচ্ছে।” এই ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.