Home » দলত্যাগ বিরোধী আইন কার্যকর করবেনই, চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী নেতা Suvendu Adhikary

দলত্যাগ বিরোধী আইন কার্যকর করবেনই, চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী নেতা Suvendu Adhikary

by Biplabi Sabyasachi
0 comments

Anti-defection law

আরও পড়ুন ঃময়নায় পড়ানোর নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ সংস্থার বিরুদ্ধে, বিক্ষোভ ছাত্র-ছাত্রীদর

পত্রিকা প্রতিনিধি: বিজেপি ছেড়ে তৃণমূলেআবার ফিরে এসেছেন মুকুল রায় । কিন্তু তিনি দলত্যাগ বিরোধী আইন মানেননি বলে অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন মুকুল রায়কে দিয়ে যা শুরু হল তা দলত্যাগবিরোধী আইন মেনে হয়নি।

২ মাস হোক,৩ মাস হোক বিরোধী দলনেতা হিসেবে বাংলা দলত্যাগ বিরোধী আইন কার্যকর করেই ছাড়ব আমি। শনিবার ডেবরায় বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু। বৈঠক সেরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।তিনি সংবাদমাধ্যমকে সাফ জানিয়েছেন বাংলায় দলত্যাগবিরোধী আইন কার্যকর করার কাজ শুরু করে দিয়েছেন তিনি। এ নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সঙ্গেও তাঁর কথা হয়েছে।

নিজস্ব চিত্র

উল্লেখ্য যাবতীয় জল্পনা সত্যি করে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সুপুত্র তৃণমূলে ফিরেছেন মুকুল রায় ।তবে জোড়াফুল পতাকা হাতে নিলেও এখনও পর্যন্ত বিজেপির প্রতীকে জেতা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন নি বলে খবর। তাই সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে শুভেন্দু এ কথা বলেন। তিনি দল ত্যাগ বিরোধী আইন মেনে সব পদ থেকে ইস্তফা দিয়ে একজন সাধারণ কর্মী হিসেবে বিজেপির সদস্যপদ গ্রহণ করেন বলে স্মরণ করিয়ে দেন । কিন্তু মুকুলবাবু তা করেননি। তাই তিনি বলেন, দলত্যাগ আইন মেনেই দল ছাড়তে হবে। তার বাইরে ঊপায় নেই। মুকুলের তৃণমূলে ফেরা নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দল ভাঙানোর রাজনীতি করার অভিযোগও আনেন শুভেন্দু ।

অপর দিকে ,গত ৯ ই জুন  রাতের অন্ধকারে পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলার পটাশপুর (Pataspur) ১ ব্লকের  নৈপুর গ্ৰাম পঞ্চায়েতের লক্ষীবাজার এলাকার একটি বিজেপি পার্টি অফিস লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ। আর এই ঘটনার জেরে মাথায় চিন্তার ভাঁজ পড়েছিল বিজেপি কর্মীদের।

নিজস্ব চিত্র

তবে এই ঘটনা জানার পর শনিবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ওই পার্টি পরিদর্শন করেন পাশাপাশি ওই পার্টি অফিস পুনর্নির্মাণের জন্য অর্থ প্রদান করেন ও প্রত‍্যেক দলীয়কর্মীর পাশে থাকার আশ্বাস দেন তিনি। তবে এদিন  শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এলাকায় ঢুকতেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Anti-defection law

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.