Petrol
আরও পড়ুন ঃ–মদ খাওয়ার টাকা না মেলায় বৃদ্ধা মা কে পুড়িয়ে মারার চেষ্টা, পশ্চিম মেদিনীপুরের শালবনীর ঘটনায় চাঞ্চল্য
পত্রিকা প্রতিনিধি: পেট্রোপণ্যের (Petroleum Products) মূল্যবৃদ্ধির (High Price) প্রতিবাদ জানাতে গরুর গাড়িতে চড়লেন প্রতিমন্ত্রী (Westbengal State Minister) শ্রীকান্ত মাহাত (Srikanta Mahata)। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সিজুয়া থেকে দেবগ্রাম পর্যন্ত মিছিল করেন গরুর গাড়িতে চড়ে। পাশাপাশি কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে এবং সরকারী সংস্থা বেসরকারীকরণের (Privatization) প্রতিবাদ জানানো হয় মিছিল থেকে। ছিলেন শালবনীর বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, কাসেম খান (Kasem Khan) সহ অন্যান্যরা।
আরও পড়ুন ঃ–উচ্চমাধ্যমিকে শিক্ষার্থীরা আশানুরুপ নম্বর না পাওয়ায় মেদিনীপুর শহরের দুই স্কুলে বিক্ষোভ অভিভাবকদের
বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম। বাড়ছে পরিবহন খরচও। নাভিশ্বাস সাধারণ মানুষের। রাজ্যে রাজ্যে চলছে প্রতিবাদ বিক্ষোভ। শ্রীকান্ত মাহাত বলেন, কেন্দ্রের বিজেপি (BJP) সরকার কৃষি, বীমা, কয়লা, রেল সহ বিভিন্ন ক্ষেত্রে একের পর এক জনবিরোধী নীতি নিয়ে চলেছে। যার ফলে সাধারণ মানুষ সর্বস্বান্ত হচ্ছেন। এদিন সিজুয়াতে মিছিলে সামিল হয়েছিলেন জঙ্গলমহলের স্থানীয় শতাধিক তৃণমূল কর্মী সমর্থক। একশো পেরিয়েছে পেট্রোলের (Petrol) মূল্য, অন্যদিকে ডিজেলের (Diesel) দাম প্রায় একশো ছুঁই ছুঁই, পাশাপাশি রান্নার গ্যাসের (cooking gas)দামও বেড়েই চলেছে। মূলত পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির ইস্যুতে জঙ্গলমহলে জনমত সংগ্রহ আরো জোরদার করতেই এই আয়োজন ছিল রবিবার।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Petrol
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore