Home » দলীয় কর্মী খুনের প্রতিবাদে কাঁথি সাংগঠনিক জেলা জুড়ে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির

দলীয় কর্মী খুনের প্রতিবাদে কাঁথি সাংগঠনিক জেলা জুড়ে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: নদিয়ার গয়েশপুরে বিজেপি দলীয় কর্মী বিজয় শীলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকারীদের উপযুক্ত শাস্তির দাবিতে সোমবার সারা রাজ্যজুড়ে বিভিন্ন থানার সামনে চলল বিজেপির ডাকে বিক্ষোভ।সেই মতো এদিন পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার প্রত‍্যেকটি থানার সামনে বিক্ষোভ ও স্মারকলিপি দেন বিজেপির নেতাকর্মীরা।এদিন কাঁথি,পটাশপুর সহ সাংগঠনিক জেলার একাধিক থানায় ঘেরাও শুরুর আগে বিভিন্ন বিশাল মিছিল করেন বিজেপি নেতা কর্মীরা।তবে মিছিলকে ঘিরে যে কোনও ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে এদিন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। BJP News, BJP News, BJP News, contai police station, bengali news, biplabi sabyasachi news, purba medinipur news

অলৌকিক ঘটনা: মহিষগোড়ায় গাছ থেকে বেরোচ্ছে আগুন

দলীয় কর্মী খুনের প্রতিবাদে কাঁথি সাংগঠনিক জেলা জুড়ে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির

পাশাপাশি এদিন এগরা থানা ঘেরাও অভিযানে নেতৃত্ব দেন সাংসদ প্রতিনিধি আশীষ নন্দ ও জেলা সম্পাদক কৌশিক মন্ডল।এদিন রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা সন্ত্রাসের শিকার হলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ জানিয়ে এগরা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতছ একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

দাঁতনে শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

বিজেপির অভিযোগ,রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। সেই কারণেই রাজ‍্যজুড়ে বিজেপি কর্মীরা খুন হচ্ছেন।কিন্তু পুলিশ খুনের মামলায় ফাঁসিয়ে দিচ্ছে বিজেপি কর্মীদের।গত এক বছরে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় ১১০ জন বিজেপি কর্মী নৃশংসভাবে খুন হয়েছে।তার পরেও দোষীরা অধরা রয়েছে।আর এরই প্রতিবাদে সাংগঠনিক জেলার বিভিন্ন থানার সামনে চলল বিক্ষোভ।

এদিন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন,রাজ‍্যজুড়ে প্রতিনিয়ত দলের কর্মীদের খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কোথাও দলীয় কর্মীদের লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়া হচ্ছে। গোটা রাজ্য জুড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালাচ্ছে। তাই দলের রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ রাজ্যের প্রতিটি থানা ঘেরাও আন্দোলন কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছিলেন।সেই মতো রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের ওপর এই অত্যাচারের প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.