পত্রিকা প্রতিনিধিঃ ২১ বিধানসভা নির্বাচনের মুখে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা জুড়ে শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং। অন্যদিকে নির্বাচনের নির্ঘণ্ট কাছে পৌঁছাতেই এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয়বাহিনী। বুধবার ঘাটাল, দাসপুর, ইড়পালা, খুকুড়দহ, সোনাখালি সহ মহকুমার বিভিন্ন এলাকায় পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী প্রাইভেট গাড়ি ও মোটরবাইক সহ বিভিন্ন যানবাহনে জোরদার তল্লাশি চালানো হয়।
ঠিক সেই সময় দাসপুর থানার খুকুড়দহতে দাসপুর থানার পুলিশ নাকা চেকিং চলাকালীন উদ্ধার হয় ১১ লক্ষ ৯৫ হাজার টাকা। জানা গিয়েছে, এদিন অশোক প্রধান নামের এক ব্যক্তির প্রাইভেট গাড়ি নিয়ে নন্দকুমার থেকে গড়বেতা যাওয়ার সময় পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে ১১ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে , অশোক প্রধান নামের ওই ব্যক্তি নন্দকুমার থেকে গড়বেতার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক সেই সময় দাসপুর থানার পুলিশের নাকা চেকিংয়ে ১১ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার হয়। এদিন তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে জানান,গড়বেতার এক আলু ব্যবসায়ীকে তিনি ওই টাকা দিতে যাচ্ছিলেন। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ ওই টাকা বাজেয়াপ্ত করেছে পাশাপাশি প্রাইভেট গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়।