Ration did not match for a month
আরও পড়ুন ঃ-১৯ শে মেদিনীপুর শহরে আসছেন অমিত শাহ
পত্রিকা প্রতিনিধি: এক মাস ধরে রেশন পাননি গোপীবল্লভপুরের সাতটি গ্রামের মানুষ। নিয়ম করে তারা রেশন দোকানে গিয়েছেন। কিন্তু গিয়ে দেখেন রেশন দোকানে তালা বন্ধ। এক মাস পর তাঁরা জানতে পেরেছেন রেশন দোকান সরিয়ে নেওয়া হয়েছে অন্য জায়গায় ।প্রতিবাদে রবিবার ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ।
এক মাস ধরে রেশন না পাওয়ার অভিযোগে এদিন সকাল থেকে ফেকো থেকে নয়াগ্রাম যাওয়ার ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন । গ্রামের রেশন গ্রাহকেরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতটি গ্রামের প্রায় সাড়ে তিন হাজার গ্রাহকের জন্য কানপুর এলাকার রেশন দোকান ছিল দীর্ঘ পঞ্চাশ বছর ধরে। কিন্তু তা ওই গ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে লাউ পাড়াতে স্থানান্তর করা হয়েছে।
গ্রাহকরা জানান তাঁদের না জানিয়ে কোনো নোটিশ না ছাড়াই রেশন দোকান অন্যত্র স্থানান্তর করা হয়েছে। গত এক মাস ধরে যখনই রেশন নিতে আসেন, তখন রেশন দোকানের তালা বন্ধ দেখে বাড়ি ফিরে যেতে হয় । এক মাস ধরে তাঁরা রেশন পাননি । পরে খোঁজ নিয়ে জানতে পারেন লাউ পড়াতে যেতে হবে রেশন আনতে । কিন্তু তারা এত দূরে যেতে নারাজ । এর প্রতিবাদ এদিন পথ অবরোধ করেন গ্রামবাসীরা । বিষয়টি বিডিও কে জানালে তিনি আশ্বাস দিয়েছিলেন চার দিনের মধ্যে পুনরায় রেশন দেওয়া হবে কানপুর গ্রামের রেশন দোকান থেকে ।
কিন্তু তা না হওয়ায় তাঁরা রাস্তা অবরোধ করেন চার ঘণ্টা অবরোধ চলার পরও প্রশাসনের আধিকারিকরা সেখানে না পৌঁছানোয় রাস্তার মাঝে গ্যাসের উনুনে রান্না শুরু করেন। অবশেষে সাড়ে চার ঘন্টা বাদে ঘটনাস্থলে এসে পৌঁছান গোপীবল্লভপুর দু নম্বর ব্লক খাদ্য দফতরের আধিকারিক তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা পরে অবরোধ তুলে নিলেন গ্রামবাসীরা ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Ration did not match for a month
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore