Home » Road Block : বেহাল রাস্তায় পড়ে মৃত্যু পথচারীর! ঘাটালে টানা দু’ঘন্টা পথ অবরোধ এলাকাবাসীর

Road Block : বেহাল রাস্তায় পড়ে মৃত্যু পথচারীর! ঘাটালে টানা দু’ঘন্টা পথ অবরোধ এলাকাবাসীর

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বেহাল রাস্তা মেরামতের দাবি নিয়ে টানা দু’ঘন্টা পথ অবরোধ করে প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপর তীব্র ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। অবরোধকারীদের দাবি দীর্ঘদিন পশ্চিম মেদিনীপুরে ঘাটালের পালপুকুর থেকে মনসুকা পর্যন্ত প্রায় পাঁচ কিমি প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা খানাখন্দে ভরে থাকা সত্ত্বেও মেরামতের কোনও ব্যবস্থা করেনি প্রশাসন।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Road Block
নিজস্ব চিত্র

সমগ্র পিচ রাস্তাটির পিচের চাঁঙড় উঠে গিয়ে গুটি বেরিয়ে রয়েছে। শনিবার রাতে সেই রাস্তাতেই দুর্ঘটনার কবলে পড়ে এক ব্যক্তির মৃত্যুর পরে সেই ক্ষোভ আরও বৃহত্তর রূপ নেয় এলাকায়। ফলস্বরূপ শনিবার সকাল থেকে রাস্তার উপর টাওয়ার জ্বালিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপর তীব্র ক্ষোভে সামিল হন স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা পৌঁছালে তাঁরাও স্থানীয় মানুষজনের ক্ষোভের মুখে পড়েন।

Road Block

পরে বিডিওর কাছ থেকে দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন এলাকার মানুষ। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের কিসমত দীর্ঘগ্রাম এলাকায়। অবরোধকারিদের মধ্যে কার্তিক কাপাস, ও লাল্টু ডাগুর জানান প্রশাসন এই রাস্তা মেরামতের বার বার আশ্বাস দিলেও বাস্তবে তা রূপায়ণ হয়নি। শনিবার সন্ধ্যায় কিসমত দীর্ঘগ্রাম এলাকার আনন্দ খাঁ নাম এক ব্যক্তি বেহাল রাস্তায় দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন : সবার অলক্ষ্যে মেদিনীপুর শহরের রাস্তায় স্কুটিতে ঘুরলেন গায়ক নচিকেতা

বেহাল রাস্তার জন্যই তাঁর মৃত্যু হয়েছে বলে তার জেরেই আজ সকাল থেকে পথ অবরোধে নামেন এলাকার মানুষ। অবরোধকারিদের স্লোগানে প্রশাসনের উপর চরম ক্ষোভ প্রকাশ পায়। ঘটনাস্থলে গিয়ে ঘাটাল ব্লকের বিডিও সঞ্জিব দাস বলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে ওই পাঁচ কিমি রাস্তা মেরামতের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, জেলাস্তর থেকে ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গেলেই মেরামতের কাজ শুরু হয়ে যাবে এবং তা খুব তাড়াতাড়ি হবে।

আরও পড়ুন : অবৈজ্ঞানিক এবং ইতিহাস বিকৃত ক্যালেন্ডার প্রকাশের অভিযোগ খড়্গপুর আইআইটি’র

আরও পড়ুন : পানীয় জলের দাবিতে পথ অবরোধ মেদিনীপুর সদরে

দীর্ঘদিন রাস্তার বেহাল দশা নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির, এই নিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, শাসক দলের নেতারা কেবল মেলা খেলা আর কাঠমানি নিতে ব্যস্ত, মানুষের প্রকৃত সমস্যার দিকে নজর নেই তাঁদের। প্রসঙ্গত আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই রাস্তা মেরামত না হলে ওই এলাকার নির্বাচনী প্রচারে বড় ইস্যু হতে চলেছে এই রাস্তা এমনটাই মনে করছেন অনেকে।

আরও পড়ুন : গুড়গুড়িপালে পৃথক চারটি পথ দুর্ঘটনায় জখম ৮

আরও পড়ুন : সরস্বতী প্রতিমা ও ব্যঙ্গ চিত্রে সেজে উঠেছে কলেজ স্কোয়ার, পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Road Block

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.