Home » ফি মুকুবের দাবিতে পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের

ফি মুকুবের দাবিতে পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের

by Biplabi Sabyasachi
0 comments

Students protest

আরও পড়ুন ঃ“এমন কিছু কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগে ডিউটি করতে হয় ”- এসপি’কে হুমকি শুভেন্দুর

পত্রিকা প্রতিনিধি: কোভিড পরিস্থিতিতে (Covid Situation) বন্ধ স্কুল-কলেজ। আর্থিক সংকটে রয়েছে পড়ুয়াদের পরিবারগুলি। এই পরিস্থিতিতে আন্ডার গ্রাজুয়েট ও পোষ্ট গ্রাজুয়েটে বিপুল পরিমাণে ফি আদায়ের অভিযোগে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) বেলদা কলেজ (Belda College) গেটে বিক্ষোভে সামিল হল পড়ুয়ারা।

নিজস্ব চিত্র

সোমবার পোষ্ট গ্রাজুয়েট (Post Graduate) ও আন্ডার গ্রাজুয়েটের (Under Graduated) ছাত্র-ছাত্রীরা স্টুডেন্ট ইউনিটি (Studenty Unity) বেলদা কলেজের ব্যানারে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে সামিল হয়। তাদের দাবি, সরকারীভাবে ফি মুকুবের কথা ঘোষণা হলেও কোভিড পরিস্থিতিতে আর্থিক সংকটের মধ্যে থাকা পড়ুয়াদের কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ ফি আদায় করছে। আন্ডার গ্রাজুয়েটের (Graduate) দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ এবং পোষ্ট গ্রাজুয়েটের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে ফর্ম ফিলাপে বিপুল পরিমাণে ফি আদায় করা হচ্ছে বলেও অভিযোগ। পাশাপাশি একাডেমিক ফি আদায়ের নামে প্রচুর টাকা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। ফি আদায়ের প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি বলে জানান ছাত্র ছাত্রীরা। কলেজ কর্তৃপক্ষ কোনোরকম ভাবে তাদের সাথে আলোচনায় বসছেন না বলেও অভিযোগ পড়ুয়াদের। এদিন ফর্ম ফিলাপ (Form Fill-up) বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা। সমস্ত ফি আদায় বন্ধ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Students protest

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.