Soumen led the Trinamool Procession in Medinipur
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর বিধানসভা তৃণমূলের ডাকে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিলে দেখা গেল না মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা ও মেদিনীপুর শহর সভাপতির বিশ্বনাথ পাণ্ডব সহ অনেককেই। যার নেতৃত্ব দিলেন বিধায়িকা জুন মালিয়া ঘনিষ্ঠ মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। শুক্রবার মেদিনীপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরের প্রতিবাদ মিছিল হয়।
আরও পড়ুন:- কল করতে গিয়ে ব্লাস্ট মোবাইল! প্রাণে বাঁচলেন পশ্চিম মেদিনীপুরের যুবক
আরও পড়ুন:- মেদিনীপুর মেডিক্যালের মর্গে দেহ নিতে গেলে টাকার দাবি কর্মীদের, উত্তেজনা
রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি ও কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিক্রি করে দেওয়ার প্রতিবাদে ধারাবাহিকভাবে প্রতিবাদ মিছিল করছে তৃণমূল। এদিন মিছিল বিদ্যাসাগর হল থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে। মিছিল শেষে নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়। মিছিলটি যেহেতু বিধানসভা জুড়ে তাই সদর ব্লকের চারটি, শালবনীর পাঁচটি অঞ্চল থেকে তৃণমূল কর্মী সমর্থকরা মিছিলে অংশ নেন।
Trinamool Procession
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে তরুনীকে ‘ধর্ষণের পর খুন’, আটক ৩, ভাড়াটিয়া রাজমিস্ত্রীকে খুঁজছে পুলিশ
আরও পড়ুন:- “এমন মুখ্যমন্ত্রী গোটা দেশে দ্বিতীয়টি নেই”! মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে বললেন মানস
তবে মিছিলে শহরের অনেক নেতাদেরই দেখা যায়নি। মিছিল শেষে সৌমেন খান বলেন, কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে রান্নার গ্যাস, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি করে যাচ্ছে, তাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আচ্ছে দিনের নাম করে বিজেপি সরকার মধ্যবিত্ত, গরিবদের প্রাণ ওষ্ঠাগত করে তুলছে। এর বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ আন্দোলন চলবে।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত সাংবাদিক দেবাশিস মাজী, শোকের ছায়া সাংবাদিক মহলে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Trinamool Procession
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore