Home » মেদিনীপুর শহর জুড়ে কেজরিওয়ালের ছবি সহ পোস্টার, জল্পনা রাজনৈতিক মহলে

মেদিনীপুর শহর জুড়ে কেজরিওয়ালের ছবি সহ পোস্টার, জল্পনা রাজনৈতিক মহলে

by Biplabi Sabyasachi
0 comments

Kejriwal poster

পত্রিকা প্রতিনিধি: মেদিনীপুর (Midnapore) শহরজুড়ে দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী (Chief Minister) অরবিন্দ কেজরিওয়ালের (Arbind Kejriwal) ছবিসহ আম আদমি পার্টির (AAP) পোস্টারকে ঘিরে জল্পনা শুরু হল রাজনৈতিক মহলে। বুধবার হঠাৎই শহরজুড়ে দেখা গিয়েছে আপের পোস্টার। একইসঙ্গে বিজেপির (BJP) কায়দায় মিসড কল করে আপের সদস্য হবার আহ্বান জানানো হয়েছে। প্রায় সাড়ে তিন দশক আগে খড়গপুর (Kharagpur) আইআইটির (IIT) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engineering) বিভাগের ছাত্র ছিলেন বর্তমান আপপ্রধান। সেই শিকড়কে আঁকড়ে ধরেই কি জঙ্গলমহলের মাটিতে আপাতত কুড়ি ফোটানোর কৌশল নিয়েছে আপ ?যদিও আপ নেতাদের দাবি গোটা রাজ্যজুড়েই চলছে তাদের সদস্য সংগ্রহ অভিযান। বুধবার মেদিনীপুর (Midnapore) স্টেশন রোডসহ কয়েকটি এলাকায় দেখতে পাওয়া যায় আপের পোস্টার ।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে ‘দুয়ারে সরকার’ শিবিরে হুড়োহুড়ি, সামাল দিতে হাজির পুলিশ

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- দীর্ঘ প্রতীক্ষার অবসান, পূর্ব মেদিনীপুরে প্রাথমিক শিক্ষক পদে প্রশিক্ষণ প্রাপ্ত ৮৩ জনকে নিয়োগ

তাতে দিল্লির মুখ্যমন্ত্রীর ছবি এবং দলীয় প্রতীক ছাপা। সেই সঙ্গে দেওয়া রয়েছে একটি ফোন নম্বরও পাশাপাশি বার্তা মিসকল দিয়ে অ্যাপের সদস্য হওয়ার এছাড়া পোস্টারে কয়েকটি রাজনৈতিক বার্তাও দিয়েছে আপ লেখা রয়েছে,” নোংরা রাজনীতিকে করতে সাফ, বাংলায় এবার আসছে আপ।” এর দ্বারা রাজ্য সরকারকে নিশানা করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল আর এর পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা কোষাধ্যক্ষ সৌরভ ঘোষের (Sourav Ghosh) বক্তব্য দলের বাংলা নির্মাণ অভিযান চলছে । সেই লক্ষে মেদিনীপুর থেকে পোস্ট‍ার দেওয়া শুরু হয়েছে। মেদিনীপুর শহর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে প্রচার করা হচ্ছে। সংগঠন তৈরীর কাজ শুরু হয়েছে সদস্য সংগ্রহের মধ্য দিয়ে।

আরও পড়ুন:- মেদিনীপুর শহরে যানজট এড়াতে সক্রিয় পুলিশ, সরিয়ে দিল রাস্তার দুপাশের গাড়ি

আরও পড়ুন:- আজকের রাশিফল – ২৬ আগষ্ট ২০২১, বাঃ – ০৯ ভাদ্র ১৪২৮

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Kejriwal poster

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.