Theft
আরও পড়ুন ঃ–মন্ত্রীর কড়া হুঁশিয়ারি সত্ত্বেও দেদার বালি চুরি অব্যাহত পশ্চিম মেদিনীপুরে
আরও পড়ুন ঃ–ফের উত্তপ্ত ভগবানপুর, বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পত্রিকা প্রতিনিধি: বিপ্লবী সব্যসাচীর খবরের জের। বিপ্লবী সব্যসাচী পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার কয়েকঘন্টার মধ্যেই পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) বেআইনি বালি চুরি (Sand Theft) রুখতে অভিযানে নামে পুলিশ।
পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) মনিদহতে (Manidaha) অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালি তোলায় বেশ কয়েকটি মেশিন ও ট্রাক্টর আটক করে পুলিশ। দিন কয়েক ধরেই অবৈধ ভাবে বালি তোলা হচ্ছে গুড়গুড়িপাল (Gurguripal) এলাকায়।অবৈধভাবে বালু চুরির কারবারিরা দীর্ঘদিন ধরে সক্রিয় এই এলাকায়। কংসাবতী নদীর বুক চিরে তুলে অবৈজ্ঞানিকভাবে বালি পাচার হয় রাজ্যের বিভিন্ন জায়গায় এমন অভিযোগ স্থানীয়দের ।
পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) মনিদহ থেকে বালি কারবারিরা বেআইনিভাবে বালি পাচার করছে। বালির গাড়ি চলাচলের কারণে এলাকার রাস্তাঘাট খারাপ হচ্ছে ।ঘটছে দুর্ঘটনাও , এমনটাই জানান এলাকার মানুষজন। তাই সাধারণ মানুষের আবেদনে সাড়া দিয়ে গুড়গুড়িপাল থানার পুলিশ (Gurguripal police Station) ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের যৌথ অভিযানে ৭ টি ট্রাক্টর সহ ২ জনকে গ্রেফতার করা হয়।প্রশাসনের এক আধিকারিক জানান, “আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত আসা খবরের ভিত্তিতে এই অভিযান চলে। ঘটনায় বালি তোলার মেশিন,৭ টি বেআইনি বালি ভর্তি টাক্ট্রর সহ ২ জনকে গ্রেফতার করা হয়।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Theft
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore