Home » অনলাইন ক্লাসে দলিত ছাত্রকে অশ্লীল মন্তব্য, সাসপেন্ড খড়গপুর আইআইটি’র অধ্যাপিকা

অনলাইন ক্লাসে দলিত ছাত্রকে অশ্লীল মন্তব্য, সাসপেন্ড খড়গপুর আইআইটি’র অধ্যাপিকা

by Biplabi Sabyasachi
0 comments

Kharagpur IIT news

আরও পড়ুন ঃ-অক্সিজেনের ঘাটতি মেদিনীপুরে! সমস্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড রোগীরা

পত্রিকা প্রতিনিধিঃ দলিত ছাত্রের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্যের ঘটনায় এবার খড়্গপুর আইআইটি এক অধ্যাপিকাকে সাসপেন্ড করল আইআইটি কর্তৃপক্ষ। জানা গিয়েছে, করোনা আবহে বন্ধ রয়েছে আইআইটি ক্লাস। তাই বেশ কয়েক মাস ধরে অনলাইনে ক্লাস চলছে আইআইটি ছাত্র ছাত্রীদের। আর এই অনলাইন ক্লাস চলাকালীন দুই সপ্তাহ গত আগে তফশিলি পড়ুয়াদের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করেন সীমা সিংহ নামের এক অধ্যাপিকা  বলে অভিযোগ।

 আর সেই সময়েই অশ্লীল মন্তব্যের ভিডিও বোম্বে আইআইটি-র পড়ুয়াদের একটি গোষ্ঠী ঘটনার ভিডিও তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ সীমা সিংহ ক্লাসে উপস্থিত ১২৮ জন পড়ুয়াকে হুমকি দিয়ে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগে ২০-র মধ্যে ০ দেওয়ার কথা বলেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক এবং তফশিলি জাতি-জনজাতি ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকে অভিযোগ করেও ফল হবে না বলে হুঁশিয়াকি দিতে শোনা যায় তাঁকে। অনলাইন ক্লাসেই তিনি ভারতমাতা কি জয় স্লোগান দিতে থাকেন।

আর এই ঘটনার পর নড়চড়ে বসে ভারতের অন্যতম শ্রেষ্ঠ এই শিক্ষাপ্রতিষ্ঠান খড়্গপুর আইআইটি। তবে এই ঘটনার কর্তৃপক্ষের নির্দেশেই তদন্তের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করে কর্তৃপক্ষ। সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট জমা পড়ে আজ। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত ওই অধ্যাপিকা সাসপেন্ড থাকবে এমনটাই নির্দেশিকা জারি করেছে আইআইটি কর্তৃপক্ষ। পরবর্তী তদন্তপ্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এবিষয়ে আইআইটি খড়গপুর এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তমাল নাথ বলেন, ” আমরা এ ধরনের আচরণ সমর্থন করি না। সব দিক খতিয়ে দেখেই আমরা ওঁকে সাসপেন্ড করেছি”।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Kharagpur IIT news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.