Nurses Unity protest at Midnapore Hospital against pay inequality
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বেতন বৈষম্যের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি বুধবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অবস্থান বিক্ষোভ নার্সদের। কাজের সুষ্ঠু পরিবেশ, প্রশাসন কর্তৃক নার্স নিগ্রহ বন্ধ ও সরকারের প্রতিহিংসা মূলক আচরণ বন্ধ সহ একাধিক দাবি তোলে নার্সেস ইউনিটি। সম্প্রতি রাজ্য জুড়ে বেতন বৈষম্য দূরীকরণের আন্দোলনে টনক নড়ে সরকারের। প্রতিশ্রুতি দিতে বাধ্য হয় দাবি পূরণের। তাতে নেতৃত্ব দেয় নার্সদের বৃহত্তর সংগঠন নার্সেস ইউনিটি।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে বিরল অস্ত্রোপচারে গলার শ্বাসনালী থেকে কই মাছ বের করে প্রান ফিরে পেলেন এক যুবক
আরও পড়ুন:- মাওবাদী বনধে প্রভাব পড়ল বেলপাহাড়ী ও পাশাপাশি এলাকায়
সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ফের আন্দোলনে নামলেন নার্সরা। এদিন জেলার শতাধিক নার্স হাসপাতালের সুপারের অফিসের সামনে বিক্ষোভে শামিল হয়। তারা জানান, ডিউটি করেই আন্দোলনে শামিল হয়েছেন। সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদিকা কাকলি রাউত বলেন, লাগাতার অনশন আন্দোলনের চাপে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিন মাস সময় চেয়েছিলেন, তারপরও দাবি পূরণ করেননি। আন্দোলন স্তব্ধ করতে হঠাৎ বদলি করা হয়েছে অনেককে।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মোটর বাইকের ,মৃত ১
আরও পড়ুন:- বাংলাদেশ সরকারের ওষুধ দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরের কাঁথি হাসপাতালে! ধরা পড়ল হাতেনাতে
তাঁর অভিযোগ, বেতন বৈষম্য দূরীকরণে সরকারের দেওয়া প্রতিশ্রুতি সাত মাস পেরিয়ে গেছে। তার আগে বেছে বেছে সংগঠনের নেতৃত্বদের বাড়ি থেকে বহু দূরে বদলি করেছে। নার্সদের মধ্যে ভয় ধরানোর চেষ্টা করেছে বাড়ি থেকে বহু দূরে বদলি করে। যা সরকারের প্রতিহিংসামূলক আচরণ। তবুও আন্দোলন দমাতে পারেনি, বরং বেড়েছে সংগঠনে নার্সদের সংখ্যা। দ্রুত বেতন বৈষম্য দূরীকরণের দাবি পূরণ না হলে আবারও রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের ঢেউ উঠবে বলে জানান কাকলি দেবী।
আরও পড়ুন:- মেদিনীপুর গ্রামীণে পুলিশের নাকা চেকিং-এ ট্রাক্টর মালিকদের বিক্ষোভ, বালি খাদানে অভিযান পুলিশের
আরও পড়ুন:- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হল পটের প্রদর্শনী ও মেলা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Nurses Unity protest
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore