Home » মেদিনীপুর জেলা পরিষদের ৩ কর্মী সহ শহরে মোট আক্রান্ত ১১, খড়গপুরের ৮ জন সহ জেলায় ৬৩

মেদিনীপুর জেলা পরিষদের ৩ কর্মী সহ শহরে মোট আক্রান্ত ১১, খড়গপুরের ৮ জন সহ জেলায় ৬৩

by Biplabi Sabyasachi
0 comments

corona news, coronavirus in midnapore, covid-19, latest bengali news, bengal news, biplabi sabyasachi news

পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলায় বুধবার রাতের করোনার অ্যন্টিজেন পরীক্ষার রিপোর্ট অনুযায়ী মোট আক্রান্ত হয়েছেন ৬৩ জন। এর মধ্যে মেদিনীপুর শহরে রয়েছেন ১১ জন। রেলশহর খড়গপুরে মোট ৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও দাসপুর, কেশপুর, ডেবরা, চন্দ্রকোনা রোড, গড়বেতা, মোহনপুর, পিংলা, সবং, ঘাটাল, নারায়নগড় সহ জেলার বিভিন্ন এলাকায় মোট কোভিড আক্রান্ত হয়েছেন ৪৫ জন। corona news, corona news

আরও পড়ুন- রেকর্ড সংক্রমণ মেদিনীপুর শহর ও শহরতলিতে, মঙ্গলবারের রিপোর্টে করোনায় আক্রান্ত ৪০ জন

ফাইল চিত্র


মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইরাল ল্যাবের কয়েকজন কর্মী এর আগেও সংক্রমিত হয়েছেন। পরপর দু’দিনে চারজন স্বাস্থ্যকর্মী বা ল্যাব ট্যাকনিশিয়ান সংক্রমিত হওয়ার কারণে ২৬ ও ২৭ আগস্ট ল্যাব বন্ধ। সংক্রমণ বৃদ্ধি ও সেই অনুযায়ী চিকিৎসা পরিষেবা দেওয়ার এই গুরুত্বপূর্ণ সময়ে, মেদিনীপুর মেডিক্যাল কলেজের ল্যাবরেটরি দু’দিন বন্ধ থাকলেও নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষা বন্ধ থাকছে না বলে জানানো হয়েছে জেলা স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে। এই দু’দিন কলকাতার এসএসকেএমের ল্যাবরেটরিতে নমুনা পাঠানো হয়েছে বলে জানা গেছে স্বাস্থ্য ভবন সূত্রে।সেই জন্য জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আর.টি.পি.সি.আর এর রিপোর্ট জানা যায়নি । অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট অনুযায়ী মেদিনীপুর শহরে মোট ৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।মেদিনীপুর জেলা পরিষদে ফের ৩ জনের শরীরে করোনার সংক্রমণ ঘটে। এদের মধ্যে দু জন পুরুষ (৫২ ও ৩৬ বছর) ও ১ জন মহিলা (৩৩ বছর) রয়েছেন বলে জানা যায়।

মেদিনীপুর জেলা পরিষদে করোনা আক্রাম্তের হদিশ মেলায় কন্টেইনমেন্ট জোন, ফাইল চিত্র

করোনা যেন পিছু ছাড়ছে না মেদিনীপুর জেলা পরিষদের। প্রথম আক্রান্তের সন্ধান মিলেছিল মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনের এক কর্মীর , যিনি জেলা পরিষদের অতিথিশালায় থাকতেন তারপরে সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সচিবের অ্যন্টিজেন টেস্টে রিপোর্ট পজিটিভ আসে। এই নিয়ে জেলা পরিষদে মোট ৫ জনের শরীরে করোনার সংক্রমন ঘটল।শহরের মানিকপুর এলাকায় এক বৃদ্ধ (৫৬) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। শহর সংলগ্ন পালবাড়িতে এক ব্যক্তির (৪৬) কোভিড রিপোর্ট পজিটিভ আসে।মেদিনীপুর শহরের উপকন্ঠে বল্লভপুর (মহিলা-৪২), পাটনাবাজার (পুরুষ-৩৯) ও শরৎপল্লী (পুরুষ -৪৫) এলাকায় মোট ৩ জন করোনায় আক্রান্ত হন অ্যন্টিজেন টেস্টের রিপোর্ট অনুযায়ী। বিধাননগর (পুরুষ-৩২), কর্নেলগোলা (পুরুষ-৪৭) ও নজরগঞ্জ (মহিলা-৪৬) এলাকাতেও মোট ৩জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

খড়্গপুর রেল হাসপাতালে দুই বৃদ্ধের মৃত্যু হল বুধবার। মৃত্যু’র পর লালারসের নমুনা নিয়ে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে দেখা যায়, দুই বৃদ্ধ করোনা আক্রান্ত ছিলেন। উল্লেখ্য যে, কয়েকদিন আগে দু’জনই শারীরিক অসুস্থতার নিয়ে রেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা চলাকালীন আজকেই দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সূত্র মারফত জানা যায়, তাঁদের মধ্যে একজন খড়গপুর সুভাষপল্লী’র বাসিন্দা (৭২) এবং অপরজন খড়্গপুরের মালঞ্চের বাসিন্দা (৭৬)। সূত্রের খবর অনুযায়ী আরো জানা যায় যে, এক বৃদ্ধের বুকে কফ জমে গিয়েছিল এবং অন্য বৃদ্ধের শ্বাসকষ্ট জনিত কিছু উপসর্গ দেখা দিয়েছিল। এই দুই বৃদ্ধের মৃত্যু’র পর খড়্গপুরের মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭। যা নিয়ে উদ্বেগ বেড়েছে প্রশাসনে। এদিকে চিন্তিত সাধারণ ও সচেতন রেলশহরবাসী, আরো একটি টানা লকডাউনের প্রস্তাব দিতে চলেছেন বলে জানা যায়।

দুই ব্যক্তির মৃত্যুর দিনই, রেলশহরে নতুন করে করোনা আক্রান্ত ৮ জন। ৬ জন খড়্গপুর শহর বা পৌরসভার অন্তর্গত এবং দু’জন খড়্গপুর গ্রামীণের বাসিন্দা। গ্রামীণের প্রথম আক্রান্ত (আইআইটি সংলগ্ন) প্রেমবাজারের বাসিন্দা, ৩৪ বছরের এক তরুণী এবং অপরজন, সতরঙ্গী (আনরোখী) গ্রামের এক যুবক (৩০)। শহরের ক্ষেত্রে, ১ নং ওয়ার্ড ইন্দা সারদাপল্লীর এক তরুণী (২৫), ৫ নং ওয়ার্ড সুকান্তপল্লীর এক মহিলা (৫১), ৯ নং ওয়ার্ড খরিদা কুমোরপাড়ার এক ব্যক্তি (৪০), ১৮ নং ওয়ার্ড নিউ সেটেলমেন্টের এক ব্যক্তি (৩৬), ২৩ নং ওয়ার্ড ইন্দা বামুনপাড়ার এক তরুণী (২৮) এবং ২৮ নং ওয়ার্ড ঝাপেটাপুরের এক মহিলা (৪৬) সংক্রমিত হয়েছেন।

অপরদিকে, খড়্গপুর মহকুমার মোহনপুর ব্লকের ১১ জন‌ সংক্রমিত। দাঁতন – ১ নং এর সড়ংয়ের এক গৃহবধূ (২৬) এবং নারায়ণগড় ব্লকের বাখরাবাদ এলাকার এক যুবক (৩১) যুবক করোনা আক্রান্ত হয়েছেন।‌ ডেবরা ব্লকের ৬ জন করোনা যোদ্ধা’র রিপোর্ট পজিটিভ এসেছে। ৫ জন বিডিও অফিসের কর্মী এবং অপরজন স্বাস্থ্যকর্মী।

দাসপুর ১ নং এর ৭ জন এবং ২ নং এর ৫ জন আক্রান্ত হয়েছেন। ঘাটালে ২ জন ও চন্দ্রকোনা – ১ এ ১ জন সংক্রমিত হয়েছেন। গড়বেতা ১ নং (গড়বেতা), ২ নং (হুমগড়) যথাক্রমে ১ জন করে এবং ৩ নং ব্লকে (সাতবাঁকুড়ার বিলা ও চন্দ্রকোনারোড) ২ জন করোনা সংক্রমিত হয়েছেন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.