Home » দীর্ঘ চেষ্টা বিফল, মেদিনীপুর থেকে হতাশায় দেশে ফিরল বাংলাদেশী দম্পতি

দীর্ঘ চেষ্টা বিফল, মেদিনীপুর থেকে হতাশায় দেশে ফিরল বাংলাদেশী দম্পতি

by Biplabi Sabyasachi
0 comments

Medical situation

আরও পড়ুন ঃ‘খেলা’ দেখাচ্ছে করোনা !সংক্রমণের শীর্ষে দুই মেদিনীপুর, গত ৪৮ ঘন্টায় আক্রান্ত ৮৮৩

পত্রিকা প্রতিনিধিঃ দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে সর্বশান্ত হয়ে বিনা চিকিত্সায় মরনাপন্ন স্ত্রী আর এক বুক হতাশা ও দুচোখ ভরা অশ্রু নিয়ে বাংলাদেশ ফিরে গেলেন ষাটোর্ধ্ব আবুল কালাম শেখ। তবে অভিজ্ঞতা নিয়ে গেলেন মেদিনীপুরে প্রতারনার শিকার হওয়ার। পুলিশের দ্বারস্থ হয়েও মিললো না তাঁর পরিবারের কষ্টের অর্জিত অর্থ। এই ঘটনা ঐতিহাসিক মেদিনীপুরের মাথা হেট করে দিল। বৃহস্পতিবার সারারাত মেদিনীপুরের ঈদগা এলাকার একটি মাদ্রাসায় মরনাপন্ন স্ত্রীকে নিয়ে রাত্রি যাপন করার শুক্রবার ভোরে এম্বুলেন্সে করে স্ত্রীকে নিয়ে বাংলাদেশের যশোরের উদ্দেশ্যে রওনা দিলেন আবুল কালাম বাবু। তাঁর বাড়ি ফেরার জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মেদিনীপুর টাউন মুসলিম কমিটির কর্মকর্তারা। তবে যেতে যেতে আবুল কালাম বাবু জানিয়ে গেলেন, ফিরে গিয়ে মেদিনীপুরের মানুষের প্রতি ভরসা করার খেসারতের কথা তিনি বাংলাদেশের মানুষদের জানাবেন।

যেখানে পুলিশও অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিয়ে আবেদন নিবেদনের মাধ্যমে অর্থ উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। যদিও পুলিশের কথায় প্রতারক সেক রাজু বাংলাদেশ ফেরার এম্বুলেন্স ভাড়া বাবদ ১৫ হাজার টাকা দেয় বলে জানিয়েছেন আবুল কালাম বাবু। অন্যদিকে মুসলিম কমিটির এক কর্মকর্তা বলেন, পুলিশ যদি প্রথম থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করতো তাহলে ভিনদেশী এই মানুষটিকে আজ, শুক্রবার এই দিনটি দেখতে হতো না। প্রসঙ্গত : গত তিনমাস আগে  বাংলাদেশ থেকে স্ত্রী নার্গিস বেগমের ব্রেন টিউমারের চিকিৎসা করতে মেদিনীপুরে এসে ছিলেন বাংলাদেশী নাগরিক আবুল কালাম শেখ। শহরের নজরগঞ্জের এক যুবক সেক রাজুর কাছ থেকে স্ত্রী চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিতে রাজুর ব্যংক একাউন্টে ১ লাখ ৮৭হাজার টাকা পাঠিয়ে দেন আবুল কালামের মেয়েরা। এরপরই ব্যাঙ্গালোরে চিকিতসা করাতে নিয়ে গিয়ে সেখানে ছেড়ে মেদিনীপুরে পালিয়ে আসে রাজু।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Medical situation

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.