Home » Midnapore Hospital : মেদিনীপুর মেডিক্যালের মর্গে দেহ নিতে গেলে টাকার দাবি কর্মীদের, উত্তেজনা

Midnapore Hospital : মেদিনীপুর মেডিক্যালের মর্গে দেহ নিতে গেলে টাকার দাবি কর্মীদের, উত্তেজনা

by Biplabi Sabyasachi
0 comments

It has been alleged that a large sum of money has to be paid to get the body back from Midnapore Medical Hospital morgue.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর মেডিকেল হাসপাতাল মর্গ থেকে দেহ ফেরত নিতে মোটা অংকের টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আয়াদের দৌরাত্ম্যের অভিযোগও কম ছিল না। এবার থেকে ময়নাতদন্ত শেষে করে পরিবারকে দেহ ফেরত দিতে মোটা টাকা দাবি করছেন মর্গে কর্মরত কর্মীরা। সেই টাকা না মেটাতে পারায় দেহ আটকে রাখা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল বুধবার দুপুর থেকে সাতটি ময়নাতদন্ত হয়।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে তরুনীকে ‘ধর্ষণের পর খুন’, আটক ৩, ভাড়াটিয়া রাজমিস্ত্রীকে খুঁজছে পুলিশ

Midnapore Hospital
প্রতীকী চিত্র

আরও পড়ুন:- “এমন মুখ্যমন্ত্রী গোটা দেশে দ্বিতীয়টি নেই”! মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে বললেন মানস

অভিযোগ, সন্ধ্যে নাগাদ বেশ কয়েকটি পরিবার দেহ আনতে গেলেমর্গে কর্মরত কর্মীরা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়ার পর দেড় হাজার টাকা দাবি করেন। তা না হলে দেহ ফেরত দেয়া হবে না। এই কথা শুনে শোকগ্রস্ত পরিবারের অন্যরা খুব একটা প্রতিবাদ করার সাহস না পেলেও গোল বাধে সবং এলাকার এক তৃণমূল নেতার পরিবারের দেহ আটকে রাখা নিয়ে। এই তৃণমূল নেতা সুবল মাঝির পরিবারের একজনের দেহ আনতে গেলে টাকার দাবি করায় উত্তেজনা তৈরি হয়।

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত সাংবাদিক দেবাশিস মাজী, শোকের ছায়া সাংবাদিক মহলে

Midnapore Hospital

Advertisement

আরও পড়ুন:- ঘাটালে বন্যা রুখতে আগাম প্রস্তুতি বৈঠক, কলেজ পড়ুয়াদের রাজনীতির হিংসা থেকে দূরে থাকার পরামর্শ দেব-এর

সুবল মাঝি এ বিষয়ে বলেন, ” মৃত্যুর পরে পরিবারের লোকের মানসিক অবস্থা এমনিতেই খারাপ থাকে। তারপরেও গরিব মানুষ গুলোর কাছে মোটা টাকা আদায় করেছে এই লোক গুলো। হাসপাতালের একদল লোকজন সব জানলে ও কিছু বলে না। আমাদের সরকারের বদনাম করছে এরা। বিষয়টি আমরা দলে জানাচ্ছি। প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য তৎপর হতে বলবো।”

আরও পড়ুন:- মেদিনীপুর গ্রামীণে উঠছেই মেশিন দিয়ে বালি, ভূমি দফতর ও পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন

অপর এক স্থানীয় বাসিন্দা চন্দন রায় বলেন, ” আমার ক্ষেত্রেও একই ভাবে মোটা টাকা দাবি করা হয়েছে। এটা চরম অন্যায়। কোন লোকের কাছ থেকে টাকা নেওয়া চলবে না। সরকারের কাছ থেকে যে পরিমাণ টাকা তারা পায় সেই টাকা দিয়ে কাজ করতে হবে।” যদিও মর্গের এরকম তোলাবাজি ছাড়াও মেদিনীপুর মেডিক্যালের মাতৃমা ভবনে আয়াদের ক্ষেত্রেও এই রকম তোলাবাজির অভিযোগ রয়েছে।

আরও পড়ুন:- ফের লক্ষাধিক টাকার শাল গাছ চুরি মেদিনীপুর সদরের চাঁদড়ার জঙ্গলে, বন দফতরের নজরদারি নিয়ে প্রশ্ন

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Midnapore Hospital

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.