Home Guard job
আরও পড়ুন ঃ–জলের তোড়ে পশ্চিম মেদিনীপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তৃণমূলের কার্য্যালয়
পত্রিকা প্রতিনিধি: মাওবাদীদের (Maoist) হাত ধরে হেঁটে চলা বা ইশারাতে কাজ করে যাওয়া পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur)জেলার ১১০ জন চাকরি পাচ্ছেন স্পেশাল হোমগার্ডে (Special Home Guard)। এদের প্রত্যেকের নামে মাওবাদী কার্যকলাপে যুক্ত থাকায় বিভিন্ন কেস (Case) রয়েছে। একটা সময় ছিল সন্ধ্যা হলে জঙ্গলমহল যেন আতঙ্কের অন্ধকার। শোনা যেত ভারী বুটের শব্দ। বোমা-বারুদের অশান্তির কালো মেঘে ঢাকা পড়েছিল জঙ্গলমহলের (Junglemahal) রূপ। সূর্য ডুবলেই টুঁ শব্দ বেরোতো না বাড়িগুলি থেকে। জঙ্গলমহলের বহু রাস্তা মানুষের রক্তে রাঙিয়ে গিয়েছিল। তারপর কংসাবতী (kansai River) নদী দিয়ে অনেক জল গড়িয়ে যায়। রাজ্যেও সরকারের ঘটেছে পালাবদল। সরকারে এসে মাওবাদীদের মূল স্রোতে ফেরার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘোষণা করেছিলেন, আত্মসমর্পণকারী মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য চাকরি দেওয়ার কথা। ইতিমধ্যে কয়েক হাজার মাওবাদী কার্যকলাপে অভিযুক্তরা চাকরি পেয়েছেন স্পেশাল হোমগার্ডে। যাদের নামে কেস ছিল তারাই চাকরিতে নিযুক্ত হয়েছেন।
গত বিধানসভা ভোটের আগে জঙ্গলমহল জুড়ে মাওবাদী কার্যকলাপে অভিযুক্ত, যাদের নামে দীর্ঘদিন নানান কেস চলছে তারা ফের মাথাচাড়া দেয়। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত চাকরির দাবিতে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় বৈঠকও করেছেন। ভোটের আগে তাদের অনেকে চাকরি পেয়েছেন। ফের পশ্চিম মেদিনীপুর জেলায় এবারে ১১০ জন চাকরি পাচ্ছেন যাদের নামে কেস চলছে মাওবাদী কার্যকলাপে যুক্ত থাকার অপরাধে। পুলিশ সূত্রে খবর, সমস্ত কাগজপত্র দেখে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। জেলায় ১১০ জন স্পেশাল হোমগার্ড পদে নিয়োগপত্র পাচ্ছেন। মেদিনীপুর গ্রামীণের (Medinipur Rural)মালবাঁন্দির (Malbandi)তপন মাহাতো(Tapan Mahata) জানান, মাওবাদী কার্যকলাপে যুক্ত থাকার অপরাধে তার নামে দীর্ঘদিন কেস চলেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ীবিভিন্ন প্রশাসনিক দপ্তরে আবেদন জানিয়েছিলেন কাজের দাবিতে। অবশেষে এবারে নিয়োগপত্র পেতে চলেছেন বলে তিনি জানান। খুশি তাঁর পরিবারও।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Home Guard job
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore