Free for patients
আরও পড়ুন ঃ-নন্দীগ্রামে বিজেপি কর্মীর মৃত্যু, পরিবারের পাশে থাকার আশ্বাস শুভেন্দুর
পত্রিকা প্রতিনিধিঃ এরাজ্যে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । পাশাপাশি মৃত্যু হচ্ছে একাধিক মানুষের। করোনা আবহে রাতবিরেতে বাড়ির কেউ আচমকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে মাথায় হাত পড়ছে সকলের । এখন আবার সব সময় অ্যাম্বুল্যান্সও মিলছে না। আর সেই কথা মাথায় রেখেই রেল শহর খড়গপুরে তৈরি হয়েছে ” কোভিড টোটো “। তবে কোথাও টোটোয় অ্যাম্বুল্যান্স, কোথাও বিনামূল্যে খাবার পরিষেবা, করোনার দ্বিতীয় ঢেউয়ে মানুষের পাশে এখন মানুষ।
উল্লেখ্য, রেল খড়্গপুর শহরের গুরুদ্বারা সংলগ্ন এলাকার বাসিন্দার বাসিন্দা টি গিরি নামের বছর আটত্রিশের ওই তেলগু যুবকের রোজগারের একমাত্র মাধ্যম ওই টোটো। তবে করোনা বিপন্নে এইসমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাঁর এই উদ্যোগ রেলশহরে দৃষ্টান্ত তৈরি করেছে। তবে নিজের খরচেই টোটোর চারপাশ ঘিরে দেবেন বলে ঠিক করেছেন তিনি। জানিয়েছেন, কোনও করোনা রোগী গরিব হলে তাঁর থেকে ভাড়াও নেবেন না। এখন তাঁর চিন্তা পিপিই কিট ও স্যানিটাইজ়ার। তিনি আরও বলেন, ‘‘মানুষের এখন জীবন-মরণ লড়াই। অনেকেই অ্যাম্বুল্যান্সের অভাবে আশঙ্কাজনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এই অসময়ে মানুষ যদি মানুষের পাশে না থাকে তাহলে কীভাবে হবে? এরপরে হয়তো সাধারণ যাত্রী আর আমার টোটোয় উঠবেন না। কিন্তু তাতে যদি কোনও বিপদে থাকা মানুষ উপকৃত হন সেটাই আমার প্রাপ্তি।’’
তবে তার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পাশে এসে
দাঁড়িয়েছে মালঞ্চর যুব সঙ্ঘ। করোনা কালে রেল শহরে অ্যাম্বুল্যান্সের সঙ্কট কাটাতে টোটোকে কাজে লাগানোর পরিকল্পনা করছিল ওই ক্লাব। তারা জানিয়ছে, ওই যুবককে করোনা রোগী পিছু পিপিই কিট ও স্যানিটাইজ়ার সরবরাহ করবে তারা বলে জানা যাচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Free for patients
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore