Home » জঙ্গলে লাগানো আগুন পৌঁছে গেল গৃহস্থের দোরগোড়ার, নেভালো দমকল

জঙ্গলে লাগানো আগুন পৌঁছে গেল গৃহস্থের দোরগোড়ার, নেভালো দমকল

by Biplabi Sabyasachi
0 comments

Forest fires

আরও পড়ুন ঃ-অস্ট্রেলিয়া থেকে ফিরেই কোলাঘাটে নিজের খেলার মাঠে দয়ানন্দ

অরুপ নন্দী : কথায় আছে নগরে আগুন লাগলে নাকি দেবালয়ও রক্ষা পায় না। এই প্রবাদ যেন অক্ষরে অক্ষরে মিলে যেত পশ্চিম মেদিনীপুরের শালবনীতে। জঙ্গলের ঝরা পাতায় লাগানো আগুনের লেলিহান শিখা পৌঁছে গেল গৃহস্থের বাড়ির দোরগোড়ায়। শুক্রবার শালবনী ব্লকের ভাদুতলার ধান্যশোল গ্রাম সংলগ্ন জঙ্গলের শুকনো ঝরা পাতায় কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। সেই আগুন পৌঁছে যায় জঙ্গল সংলগ্ন একটি বাড়ির উঠোনে রাখা খড়ের গাদার কাছে। খড়ের কিছু অংশ পুড়ে যায় বলেও স্থানীয়রা জানান। তবে বড় ধরণের ঘটনা ঘটার আগে দমকল ও ভাদুতলা বনাঞ্চলের বনকর্মীরা এসে আগুন নিভিয়ে দেন। স্থানীয় বাসিন্দা জীবনকৃষ্ণ মাহাত বলেন, “সময়ে বনকর্মী ও দমকল আসায় অল্পের জন্য খড়ের গাদা সহ ঘরবাড়ি রক্ষা পেয়েছে। অনেকেই ভাবেন, জঙ্গলে আগুন লাগলে আমার কি!

আমার বাড়ি তো ঠিক আছে। কিন্তু আজকের ঘটনা প্রমাণ করে দিল জঙ্গলে লাগানো আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে জঙ্গল লাগোয়া লোকালয়ে। বন দফতরের পক্ষ থেকে বিভিন্ন সময় সচেতনতার বার্তা দিলেও মানুষজন এখনও সচেতন হন নি। আরও বিভিন্ন ভাবে সচেতনতার ওপর জোর দিতে হবে। তাদের বোঝাতে হবে জঙ্গলে আগুন লাগানো হলে কি ভয়ানক বিপর্যয় নেমে আসতে পারে জঙ্গলের বাস্তুতন্ত্রে।” অন্যদিকে মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়ার কাননডিহির জঙ্গলেও কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। ধেড়ুয়া বীট অফিসের বনকর্মীরা গিয়ে নেভান আগুন। এক বনকর্মী বলেন, প্রতিনিয়ত মানুষজনকে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। তাঁদের বোঝানো হচ্ছে আগুন লাগালে ঝরাপাতা আবর্জনার সাথে সাথে গাছপালা, বন্য জীবজন্তু, কীটপতঙ্গ সবারই ক্ষতি হবে। এর ফলে হিংস্র বন্যপ্রাণী আতঙ্কে জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করবে। হাতি, বন্য শূকর জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এলে কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা থেকে যায়। আগামীদিনেও সচেতনতা বার্তা দেওয়ার কাজ চলবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Forest fires

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.