Covid hospital
আরও পড়ুন ঃ-পরিবারের সদস্য করোনায় আক্রান্ত, গৃহকর্তা বাইরে বেরোতে গেলে গ্রামবাসীদের সঙ্গে হাতাহাতি, জখম ৩
পত্রিকা প্রতিনিধিঃ করোনা সংক্রমণের বৃদ্ধির হার উর্ধ্বমুখী হওয়ায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবাও ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। সোমবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রশ্মি কমলের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের পরিদর্শক দল ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেন। এছাড়াও এদিন সঙ্গে ছিলেন দুই অতিরিক্ত জেলাশাসক যথাক্রমে তুষার সিংলা ,পীনাকী রঞ্জন প্রধান, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল এবং উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী সহ বিশিষ্টরা।
পরিদর্শন শেষে জেলাশাসক জানান, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে কোভিড শয্যা বাড়ানো হচ্ছেন। তবে, জেনারেল বেডও থাকছে ১০০ টি। ২-১ দিনের মধ্যেই পুরো বিষয়টি শেষ করা হবে।” জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “জেলাশাসকের উপস্থিতিতে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের এক, দুই ও তিন তলায় কোভিড বেড রাখা হবে ১৩৫ টি। চার ও পাঁচ তলায় ১০০ টি জেনারেল বেড থাকবে। মঙ্গলবার পুনরায় আমরা পরিদর্শনে যাব, সমস্ত বিষয় চূড়ান্ত করা হবে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
New Covid hospital
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore