Home » জেলায় রেকর্ড সংক্রমণ, মেদিনীপুর শহরের ২৩ জন ও খড়্গপুরের এক দুই বছরের শিশু সহ করোনায় মোট আক্রান্ত ৭২

জেলায় রেকর্ড সংক্রমণ, মেদিনীপুর শহরের ২৩ জন ও খড়্গপুরের এক দুই বছরের শিশু সহ করোনায় মোট আক্রান্ত ৭২

by Biplabi Sabyasachi
5 comments

পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবার রাতের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় সর্বাধিক রেকর্ড করোনা আক্রান্তের সংক্রমণ মেলে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩৩ জন। যার মধ্যে মেদিনীপুর শহর ও শহরতলির রয়েছেন ২৭ জন। স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানা যায় মেদিনীপুর শহরের মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বছর ৩৫ এর এক প্রথম সারির করোনা যোদ্ধা আক্রান্ত হয়েছেন।শহরের কামারআড়া সংলগ্ন কোতবাজার এলাকার এক যুবতী (২৭) করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়। কোতবাজার এলাকার ৫৫ বছরের এক বৃদ্ধা ও ৬০ বছরের এক বৃদ্ধ আক্রান্ত হন। এছাড়াও বৈশাখীপল্লীর ২৯ বছরের এক যুবতী সহ মেদিনীপুর শহরের সর্বত্র এলাকা জুড়ে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ জন।
অপরদিকে জেলায় প্রথম মৃত চিকিৎসক ডি.এন পালের সংস্পর্শে আশা খড়্গপুরের বিখ্যাত চক্ষু চিকিৎসক সহ মৃত চিকিৎসকের পরিবারের মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন । যার মধ্যে দু বছরের শিশুও রয়েছে । আজ জেলায় পরিযায়ী শ্রমিকদের পর এই প্রথম শুধু খড়গপুর শহরেই রেকর্ডসংখ্যক করোণা আক্রান্ত হয়েছেন ৭২ জন । পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে দেওয়া করোণা রিপোর্টের নিরিখে আজ খরগপুর মহকুমায় মোট ৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন । যেটা সর্বকালের রেকর্ডসংখ্যক করোনার আক্রান্তের সংখ্যা । তবুও শিক্ষা নেয়নি খড়গপুর শহরেবাসীরা লকডাউন চলাকালীন পুরনো ডাক্তারদের প্রেসক্রিপশনে দেখিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন পান,গুটকা কিনতে । এই ধরনের মানুষকে পুলিশি তৎপরতায় কোথাও কান ধরে উঠবস বা কোথাও লাঠিপেটা বা ধমক দিয়ে বাড়ি ফেরানোর কাজ করতে দেখা গেছে খড়্গপুর টাউন থানার পুলিশকে ।খড়্গপুর শহরের ধ্যানসিং ময়দান, ক্ষুদিরাম সংঘ ক্লাব সংলগ্ন ২৪ নং ওয়ার্ডে, ভগবানপুর, ছোট ট্যাংরা সংলগ্ন ২৮ নম্বর ওয়ার্ডের ১১ জন,রেলশহরের ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ধোবিঘাট এলাকা, ঝাপেটাপুর,উত্তরপাড়ার বারবেটিয়া , ৯ নম্বর ওয়ার্ডের খরিদা সংলগ্ন বিধানপল্লী এলাকায়, সালুয়ার শ্রীকৃষ্ণ কলোনী, ১৭ নম্বর ওয়ার্ডের ফটকবাজার, ওল্ড সেটেলমেন্ট সংলগ্ন ২০ নম্বর ওয়ার্ডে,৭ নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণপুর মন্দিরতলায়, ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সাউথ সাইড ধোবিঘাট এলাকার ৩ জন,সাহাচক,গোলবাজার, কমলাকেবিন, সুভাষপল্লী সহ রেলশহরের সর্বত্র করোনায় আক্রান্ত হয়েছেন ৭২ জন।

You may also like

5 comments

Comments are closed.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.