Medinipur News
আরও পড়ুন ঃ– মাঠের অর্ধেক ভাগের দাবি চেয়ে পথ অবরোধ পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা এলাকায়
পত্রিকা প্রতিনিধি: ২১ শে জুলাইয়ের ভার্চুয়াল (virtual) মঞ্চ থেকে ১৬ ই আগস্ট খেলা হবে দিবসের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইমতো এই দিনটিতে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা জুড়ে পালিত হল ‘খেলা হবে দিবস’। খেলা হবে দিবসে শামিল হলো পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি (Kotoyali) থানার পুলিশ। সোমবার থানার চত্বরেই থানার সমস্ত পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার এই খেলাতে সামিল হন। উপস্থিত হয়েছিলেন পুলিশকর্তা ডিএসপি অ্যাডাম সব্যসাচী সেনগুপ্ত (Sabyasachi Sengupta)। খেলাতে নিজে অংশ নেওয়ার সাথে সাথে অন্যান্য খেলোয়াড়দের উৎসাহ দেন। মেদিনীপুর (Medinipur) সদরের গুড়গুড়িপাল (Gurguripal) থানার এনায়েতপুর (Anayetpur), কনকাবতী (Kankabati), গোহালডাঙ্গাতেও (Gohaldanga) ফুটবল খেলার আয়োজন করে তৃণমূল (Trinomul)। বিভিন্ন জায়গায় এদিন উপস্থিত ছিলেন বিধায়িকা জুন মালিয়া (June Mallya)। এনায়েতপুরে উদ্বোধন করেন যুব নেতা প্রসেনজিত চক্রবর্তী (Prasenjit Chakraborty)।
Midnapore news
তবে মনিদহ (Manidaha) গ্রাম পঞ্চায়েতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ক্ষোভ সৃষ্টি হয়েছে বিভিন্ন ক্লাবে। ক্লাবগুলির বক্তব্য, যে সমস্ত ক্লাব ফুটবল খেলে না তাদেরও নেওয়া হয়েছে, অথচ যারা ফুটবল খেলে তাদের নেওয়া হয় নি। শালবনী (Shalboni) ব্লকেও আয়োজন করে ফুটবল খেলার। কেশিয়াড়ী (Keshiary) ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তর ও ব্লক যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে দুটি মহিলা দলের মধ্যে প্রীতি ফুটবল প্রদর্শনী ম্যাচের সূচনার মধ্য দিয়ে ‘খেলা হবে দিবস’ উদযাপন হয় । কেশিয়াড়ী বিমলেশ্বর (Bimaleshwar) ফুটবল ময়দানে দুটি দলের খেলোয়াড়দের সাথে পরিচিতির মধ্য দিয়ে ফুটবলে কিক্ মেরে খেলার সূচনা করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা মামনী মান্ডী (Mamoni Mandi)।
আরও পড়ুন ঃ– উন্নততর জেলা গঠনের শপথ নিয়ে স্বাধীনতা দিবস পালিত হল দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে
এদিনের প্রদর্শনী ম্যাচে কামারচৌকি (Kamarchouki) আদিবাসী বিরাম স্মৃতি ক্লাব ও কে ডি পন্ডিত রঘুনাথ মুর্ম্মু সোসাইটির মধ্যে খেলা হয়। কেশিয়াড়ী ব্লক এলাকার ১৬০ ক্লাবের হাতে দুটি করে ফুটবল তুলে দেওয়া হয়। কেশিয়াড়ী ব্লক যুব আধিকারিক জানান, সরকারী নির্দেশিকা মেনে এদিনের এই কর্মসূচি পালিত হচ্ছে। মূলত গ্রাম বাংলায় খেলাকে জনপ্রিয় করে তুলতে এই উদ্যোগ বলে জানান তিনি।
আরও পড়ুন ঃ– সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনায় চাঞ্চল্য
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Medinipur News
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore