Allegation of fraud by fake ‘Death certificate’ in the name of a living old woman
ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সম্পত্তি হাতানোর জন্য জীবিত বৃদ্ধার ডেথ সার্টিফিকেট সহ ভুয়া শংসাপত্র বের করে প্রতারণার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে, যাচাই না করে ডেথ সার্টিফিকেট দেওয়ায় প্রশ্ন উঠছে গ্রাম পঞ্চায়েতের ভূমিকায়। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ধরমপুর গ্রামের ৭৪ বছর বয়সী বৃদ্ধা অন্নপূর্ণা পাঁজার সাথে। জানাযায়,অশীতিপর বৃদ্ধা অন্নপূর্ণা পাঁজার বাপের বাড়ি গড়বেতা থানার ফতেগড় গ্রামে,শ্বশুর বাড়ি চন্দ্রকোনার ধরমপুরে।
আরও পড়ুন:- গয়নার লোভে পশ্চিম মেদিনীপুরে মহিলাকে খুন, গ্রেফতার ৩ দুষ্কৃতী
আরও পড়ুন:- লাগাতার হাতির হানায় মেদিনীপুর সদরে তছনছ জমির ফসল
ধরমপুর গ্রামে শ্বশুর বাড়িতে স্বামী রাসবিহারী পাঁজা ও তিন ছেলের সংসারে জীবিত অবস্থায় রয়েছেন অন্নপূর্ণা দেবী।অন্নপূর্ণা পাঁজার ছেলেদের দাবি,গড়বেতার ফতেগড় গ্রামে তার দাদুর (অন্নপূর্ণার বাবা) রেখে যাওয়া কিছু সম্পত্তি জমি জায়গা রয়ে গিয়েছে। দাদুর দুই মেয়ে তার একজন মারা গিয়েছেন এবং বর্তমানে অপর মেয়ে অন্নপূর্ণা পাঁজা তথা তাদের মা জীবিত রয়েছেন। দাদুর কোনও ছেলে না থাকায় এবং বর্তমানে তাদের মা অন্নপূর্ণা পাঁজাই বাপের বাড়ির পড়ে থাকা সম্পত্তির উত্তরাধিকার বলে দাবি বৃদ্ধা অন্নপূর্ণা পাঁজার ছেলেদের।
Allegation of Fraud
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল পরীক্ষা কেন্দ্রে অসুস্থ ছাত্রী! হাসপাতালের বেডে বসেই দিল মাধ্যমিক
আরও পড়ুন:- বন দফতরের নিষেধাজ্ঞাকে গুরুত্ব না দিয়ে মেদিনীপুর সদরে জঙ্গলে আগুন লাগানোর অভিযোগ, ক্ষোভ এলাকাবাসীর
তাদের অভিযোগ,মায়ের বাপের বাড়ির পড়ে থাকা সম্পত্তি হাতানোর জন্য ফতেগড় গ্রামের বাসিন্দা সুদর্শন মল্লিক নামের ব্যক্তি ভুয়া শংসাপত্র বের করে প্রতারণার চেষ্টা করছে। তাদের অভিযোগ,গড়বেতার আমশোল গ্রাম পঞ্চায়েত থেকে তাদের মা অন্নপূর্ণা পাঁজার নামে ডেথ সার্টিফিকেট বের করেছেন,এছাড়াও বিভিন্ন দপ্তর থেকে তাদের মায়ের নামে ভুয়া শংসাপত্র বের করে মায়ের বাপের বাড়ির সম্পত্তি হাতানোর চেষ্টা করেছেন সুদর্শন মল্লিক। বেশকিছু দিন আগে সুদর্শন মল্লিক তাদের মায়ের বাপের বাড়ির জমি জায়গা নিজের নামে করার জন্য গড়বেতা ৩ নং ব্লকের বিএলআরও দপ্তরে জমির রেকর্ডের জন্য আবেদন করেন এবং দপ্তর থেকে এনকোয়ারি করতে গেলে সুদর্শন মল্লিকের প্রতারণার বিষয়টি জানতে পারেন বৃদ্ধা অন্নপূর্ণা পাঁজার ছেলেরা।
Allegation of Fraud
আরও পড়ুন:- আগ্নেয়াস্ত্র সহ বিহারের ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুরের রামনগর থানার পুলিশ
ঘটনা জানতে পেরে সুদর্শন মল্লিকের বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনও সুরাহা মিলেনি বলে অভিযোগ বৃদ্ধার ছেলেদের। এই চাঞ্চল্যকর ঘটনায় আমশোল গ্রাম পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বৃদ্ধার ছেলেরা। একজন বৃদ্ধা যিনি এখনও স্বামী ছেলেদের নিয়ে জীবিত অবস্থায় রয়েছেন তার নামে কি করে গ্রাম পঞ্চায়েত ডেথ সার্টিফিকেট ইস্যু করে?যদিও এবিষয়ে আমশোল গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা রানী মাল জানান,”জন্ম মৃত্যুর সার্টিফিকেট আমরা দিতে চাইনা কিন্তু পঞ্চায়েত সদস্যরা চাপ দেয় সেক্ষেত্রে পঞ্চায়েত সদস্যদের কথায় কিছু ক্ষেত্রে দিয়ে দিতে হয়।
Allegation of fraud by fake ‘Death certificate’ in the name of a living old woman. Allegation of fraud by fake ‘Death certificate’ in the name of a living old woman
এক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েতের তরফে আলোচনা করে খতিয়ে দেখতে হবে। “আর যার বিরুদ্ধে অভিযোগ সেই সুদর্শন মল্লিক অবশ্য তার ভুলের কথা স্বীকার করে বলেন,”অন্নপূর্ণা পাঁজা সম্পর্কে তার পিসি হন,তার বাপের বাড়ির পড়ে থাকা একটি জমি আগে তারা নিজেরা চাষ করতো কিন্তু পয়সা নিয়ে তারা জমিটি আমাকে ছেড়ে দেয় বহু বছর ধরে সে চাষ করছে সেটি। সেই জমির কাগজ না থাকায় সে আবেদন করে কিন্তু দপ্তর থেকে মঞ্জুর করেনি বলে জানান সুদর্শন মল্লিক।”এমন ঘটনা সামনে আসতেই রীতিমতো হতবাক বৃদ্ধার পরিবার,সুবিচারের আশায় তারা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Allegation of Fraud
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore