Home » পশ্চিম মেদিনীপুরে পরকীয়ার অভিযোগে গৃহবধূকে জুতোর মালা পরিয়ে ঘোরানোর ঘটনায় গ্রেফতার ১১

পশ্চিম মেদিনীপুরে পরকীয়ার অভিযোগে গৃহবধূকে জুতোর মালা পরিয়ে ঘোরানোর ঘটনায় গ্রেফতার ১১

by Biplabi Sabyasachi
0 comments

Alien

আরও পড়ুন ঃমানবিক ভূমিকায় তরুণ সংঘ ব্যায়ামাগার, কন্যাদায় পিতার পাশে দাঁড়িয়ে মেয়ের বিয়ে দিলেন সদস্যরা

পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুরে(Paschim Medinipur) ঘাটাল (Ghatal) থানার প্রতাপপুরে (Pratappur) পরকীয়ার জেরে এক মহিলাকে জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘোরানোর ঘটনার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করল ঘাটাল থানার পুলিশ।

ওই গৃহবধূর প্রথম স্বামী সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। রবিবার ওই ঘটনাটি ঘটে। সোমবার ধতদের ঘাটাল (Ghatal Court) মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে ঘাটাল থানার পুলিশ ৩০৭,৪৯৮,৩২৩ ও৩২৫ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রজু করে। বিচারক ওই মহিলার প্রথম স্বামী সন্তোষ করকে ৩ দিনের পুলিশ হেফাজত, বাকি ১০ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন ঃনতুন করে মেদিনীপুর শহরের বেশ কয়েকটি এলাকায় ‘ মাইক্রো কনটেইনমেন্ট জোন’, এক নজরে দেখে নিন সেই তালিকা

নিজস্ব চিত্র


উল্লেখ্য প্রতাপপুরের এক বিবাহিত মহিলা দুই বছর আগে ওই গ্রামের এক যুবকের সঙ্গে পালিয়ে যান । সম্প্রতি কয়েকদিন আগে তিনি ফের গ্রামে ফিরে ওই যুবকের সঙ্গে একত্রে থাকতে শুরু করেন। মহিলার প্রথম স্বামী এবং গ্রামের বেশ কিছু মাতব্বর রবিবার ওই মহিলাকে জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘোরায় বলে অভিযোগ।মহিলাকে গ্রামে ঘোরানোর সময় পেছনে চলতে থাকে মাতব্বরদের উল্লাস। আইন নিজের হাতে তুলে নিয়ে মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়ে যায় । পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে মহিলাকে গিয়ে উদ্ধার করে । প্রথম পক্ষের স্বামী সহ ১১ জনকে পুলিশ গ্রেপ্তার করে। এদিন ধৃতদের আদালতে তোলা হলে বিচারক ওই মহিলার প্রথমপক্ষের স্বামী সন্তোষ কারককে ৩ দিনের পুলিশ হেফাজত ও বাকি ১০ জনকে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Alien

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.