Youth Association
আরও পড়ুন ঃ–পশ্চিম মেদিনীপুরে পরকীয়ার অভিযোগে গৃহবধূকে জুতোর মালা পরিয়ে ঘোরানোর ঘটনায় গ্রেফতার ১১
পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর (Paschim medinipur) শহরের তরূণ সংঘ ব্যায়ামাগার (খাপ্রেল বাজার) করোনা (corona) মোকাবিলার সঙ্গে সঙ্গে নানাবিধ সামাজিক কাজও করে চলেছে। সোমবার সেই রকম মানবিক ভূমিকা নিয়ে কন্যা দায়গ্রস্ত পিতাকে সহযোগিতা করে নজির সৃষ্টি করলেন পশ্চিম মেদিনীপুরের তরুণ সংঘ ব্যায়ামাগারের সদস্যরা ।
আরও পড়ুন ঃ–নতুন করে মেদিনীপুর শহরের বেশ কয়েকটি এলাকায় ‘ মাইক্রো কনটেইনমেন্ট জোন’, এক নজরে দেখে নিন সেই তালিকা
খড়্গপুর লোকাল থানায় জিন শহরের বাসিন্দা সুভাষ ভুঁইয়ার সঙ্গে খাপ্রেল বাজারের মধুমিতা দাসে-র শুভ পরিণয় অনুষ্ঠিত হল সুসজ্জিত মঞ্চে। অনুষ্ঠানে তরুণ সংঘের পক্ষ থেকে উপস্থিত থেকে মধুমিতাকে শুভকামনা জানালেন প্রাক্তন কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তী, সংগঠক সুব্রত সরকার,নিশীথ কুমার দাস, সংঘের যুগ্ম সম্পাদক নন্দলাল ভকত ও শান্তনু চক্রবর্তী, তপন ভকৎ, ডাক্তার রাজা ভকত, রাজু চৌধুরী প্রমুখ ।এছাড়াও পাত্র ও পাত্রীর পক্ষ থেকে স্বজনেরা উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি খুবই অর্থবহ হয়ে ওঠে ।সদ্য নির্বাচিত বিধায়ক জুন মালিয়া আসবেন বলেও আসেননি। অথচ তরুণ সংঘের সভাপতি ছিলেন প্রয়াত বিধায়ক ও এম কেডিএর চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ মাইতি। এই মহৎ কাজে উপস্থিত অতিথিরা পাত্রপাত্রীকে আশীর্বাদের সঙ্গে তরুণ সঙ্ঘের এরূপ কাজের ভূয়সী প্রশংসা করেন ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Youth Association
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore