Home » Viral Death Certificate : পশ্চিম মেদিনীপুরে মৃত ব্যক্তির সাফল্য কামনায় প্রধানের শংসাপত্র! ভাইরাল সোশ্যাল মাধ্যমে

Viral Death Certificate : পশ্চিম মেদিনীপুরে মৃত ব্যক্তির সাফল্য কামনায় প্রধানের শংসাপত্র! ভাইরাল সোশ্যাল মাধ্যমে

by Biplabi Sabyasachi
0 comments

Paschim Medinipur Pradhan certificate for the success of the death person! Viral through social media. Pathra Gram Panchayat is written.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মৃত ব্যক্তির সাফল্য কামনায় শংসাপত্র দিল প্রধান! যাকে ঘিরে শোরগোল পশ্চিম মেদিনীপুরে। আর সেই শংসাপত্র ভাইরাল হল সোশ্যাল মাধ্যমে। ট্রোল করতে ছাড়েনি নেটিজেনরা। শুক্রবার সকাল থেকে এমনই একটি শংসাপত্র ঘোরাফেরা করছে সোশাল মাধ্যমে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধানের প্যাডে সেই শংসাপত্র দেওয়া হয়েছে এবং তাতে প্রধানের স্বাক্ষর এবং শিল রয়েছে। শংসাপত্রের মাথায় লেখা রয়েছে পাথরা গ্রাম পঞ্চায়েত, মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতি।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Viral Death Certificate
সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া প্রধানের শংসাপত্র

বয়ানে লেখা রয়েছে, “এই মর্মে শংসাপত্র প্রদান করা যায় যে স্বর্গীয় তারকনাথ দোলই পিতা – লালু দোলই গ্রাম- সিজুয়া পোস্ট – জাগুল থানা- কোতোয়ালী জেলা পশ্চিম মেদিনীপুর অত্র গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি গত ইংরেজি ০১.১২.২০২২ তারিখে মারা যায় বর্তমানে উনি মৃত আমি উক্ত ব্যক্তিকে জানি ও চিনি। উহার মৃত্যুর উন্নতি সাফল্য কামনা করি।” তার নিচে প্রধানের স্বাক্ষর এবং শিল রয়েছে এবং এই শংসাপত্রের তারিখ রয়েছে ০৩.০২.২০২৩। যাকে ঘিরে শোরগোল পড়েছে।

Viral Death Certificate

কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও। প্রধান সারথি সিং-কে ফোন করা হলে তাঁর ফোন সুইচ অফ থাকায় যোগাযোগ করা যায় নি। তবে তৃণমূলের এক নেতা বলেন, “অনেক সময় প্রধানের পাশাপাশি যারা থাকেন তারা শংসাপত্র লিখে প্রধানকে স্বাক্ষর করার জন্য দেন। এক্ষেত্রে হয়তো প্রধান ভালো করে না পড়ে স্বাক্ষর করে দিয়েছেন। পরিকল্পিত ভাবেও কেউ করতে পারে এটা।” তবে কটাক্ষ করে বিজেপি বলে, “নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটা। ওই প্রধানকে পছন্দ নয় অন্যান্য সদস্যদের। তাই তাকে সরানোর জন্য এই কৌশল অবলম্বন করেছে।”

আরও পড়ুন : আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সাফল্য ঘাটালের দুই কন্যার

আরও পড়ুন : জেলা শাসক ও পুলিশ সুপারের সাথে বৈঠকের পরও অব্যাহত কুড়মি আন্দোলন, ভোগান্তি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Viral Death Certificate

– Biplabi Sabyasachi Largest

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.