বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায় বাড়ি তৈরির জন্য গর্ত খোঁড়ার কাজ চলাকালীন বেরিয়ে এসেছিল এক প্রাচীন সুড়ঙ্গ পথ প্রায় ১৫ ফুট। রাজবল্লভ এলাকার বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ির ভিত খোঁড়ার সময় মঙ্গলবার সকালে দেখা যায়, চুন-সুরকি ও পাতলা ইট দিয়ে তৈরি একটি সুড়ঙ্গ বা একটি ইটের তৈরি নালা যার দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। ধারণা করা হচ্ছিলো, এটি বহু পুরনো কোনো স্থাপনার অংশ, যা হয়তো কোনো মন্দির বা জমিদারবাড়ির অবশেষ। ঘটনা প্রসঙ্গে পিংলার বিডিও জানিয়েছিলেন , একটি বাড়ির ভিত খোঁড়ার সময় ১৫ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গ খুঁজে পাওয়া যায় ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
কিন্তু কোন উল্লেখযোগ্য কোন নমুনা খুঁজে পাওয়া যায়নি। তবু আমরা কিছু ছবি তুলে কয়েকজন বিশেষজ্ঞের কাছে পাঠিয়েছি তাদের মতামত জানার জন্য । তবে মনে হচ্ছে না সেরকম উল্লেখযোগ্য কিছু আছে । সুড়ঙ্গের জায়গাটুকু বাদ দিয়ে বাকি বাড়ির কাজ চলতে পারে। তবে এলাকাবাসীর মনে প্রশ্ন জাগছিল কি রয়েছে এই সুড়ঙ্গের মধ্যে তবে কি পুরনো ইতিহাসের সঙ্গে যুক্ত কোনো স্থাপত্যের সন্ধান মিলতে পারে? প্রশাসনিক পর্যায়ে পর্যবেক্ষণের পর কি রহস্য উদঘাটনের হয় এখন তারই অপেক্ষায় ছিলেন এলাকাবাসিরা।
Paschim Medinipur
আরও পড়ুন : প্লাবিত ঘাটাল, মেদিনীপুর শহরেও বাড়িতে ঢুকলো জল
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
কিন্তু আজ যখন আমরা ঐখানে গিয়ে পৌছালাম ওই বাড়ির মালিক আমাদের জানালেন ওই গ্রামের একজন ওই সুরঙ্গের ভিতরে প্রবেশ করেছিলেন তারপর তিনি ওই দেয়ালের ইট খুলে দেখতেই বোঝা গেল তারপর আর কোন কিছুই নেই শুধু মাটি। এমত অবস্থায় এখনো পর্যন্ত ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোন কিছুই জানানো হয়নি বলে জানালেন অনিমা দেবী, তবে এখনো কৌতুহলবশত প্রচুর মানুষ আসছে দেখতে কি রয়েছে বা কি ছিল এই সুড়ঙ্গ, এই মুহূর্তে ওই ভিত খোরার যে গর্তটি রয়েছে সেটি এখন কাজ বন্ধ অবস্থায় রয়েছে অন্যদিকে কাজ চলছে, ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হলে ওইখানেও আবার কাজ শুরু হবে।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper