Home » প্রবল বর্ষণের জেরে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ভেঙে পড়ল বেশ কয়েকটি মাটির বাড়ি

প্রবল বর্ষণের জেরে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ভেঙে পড়ল বেশ কয়েকটি মাটির বাড়ি

by Biplabi Sabyasachi
0 comments

Heavy rain

আরও পড়ুন ঃমেদিনীপুর শহরবাসীকে সোশ্যাল মিডিয়ায় কুমির দেখাতে গিয়ে বন দফতরের ‘জালে’ আটক তিন যুবক

পত্রিকা প্রতিনিধি: গত বুধবার রাত থেকে প্রবল বর্ষণ (Heavy Rain)। আর তার জেরেই জলমগ্ন বাড়ির উঠোন। জমা জলের কারণে দেওয়াল ভিজে একদিনেই ছ’টি মাটির বাড়ি (Mud House) ভেঙে পড়ল। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) কেশপুরের (Keshpur) মুগবসানে (Mugbasan)। রীতিমতো আতঙ্কের পরিবেশ গ্রামে। নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা গ্রামবাসীদের। গত দুদিন ধরেই কেশপুরের বিভিন্ন অঞ্চল জলে ডুবে রয়েছে। বেশিরভাগ এলাকাতে রাজ্য সড়কগুলির (State Highway) উপর ছুটছে জল। মাটির বাড়ির দেওয়াল থেকে খসে পড়ছে মাটি।

নিজস্ব চিত্র

শুক্রবার সকাল থেকেই বাড়ি ছাড়তে শুরু করেছিলেন স্থানীয়রা। জল বাড়ছে দেখে আগাম আশঙ্কা করে বাড়ি ছেড়ে বেরিয়ে আসার পরই পর পর ৬ -টি বাড়ি ভেঙে পড়ে ওই গ্রামে। সৌভাগ্যবশত ওই বাড়ি গুলিতে ওই মুহূর্তে কেউ না থাকায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয় প্রশাসনের আধিকারিক ও পঞ্চায়েত প্রতিনিধিরা এলাকায় সতর্কতা জারি করেছেন মাটির বাড়িতে থাকা মানুষজনদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, এলাকা কোমর জলে ডুবে রয়েছে। মুগবসান গ্রামেও বহু মাটির বাড়িতে জল উঠে গিয়েছিল।

Advertisement

অপরদিকে শিলাবতী (Silaboti River) নদীর বাঁধ ভেঙে জলে ভাসল পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লক (Chandrakona 2 no. Block)। এই ব্লকের বসনছোড়া (Bosonchora) গ্রাম পঞ্চায়েতের আকতকোলা (Akotkola)ও যদুপুরে (jadupur) ভাঙলো শিলাবতী নদীর বাঁধ (Dam of Shilabati river broke)। ফলে প্রায় ৫০ টিরও বেশি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছে ব্লক প্রশাসনের আধিকারিকরা। এমনিতেই চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ভোতাখালি (Bhotakhali) গ্রাম বন্যার জলে ভাসছে। গ্রামের মানুষকে উদ্ধার করার জন্য আনা হচ্ছে NDRF।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Heavy rain

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.