পত্রিকা প্রতিনিধি : রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি এই মহূর্তে চরম আতঙ্ক ছড়াচ্ছে।প্রতিদিনই বাড়ছে করোনা আতঙ্কের সংখ্যা।যার করোনা মানুষ অনেকটাই ভীত হয়ে রয়েছেন।পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে নতুন করে করোনায় আক্রান্ত হলেন একজন সিভিক ভলেন্টিয়ার।যার বাড়ি পাঁশকুড়া থানার বাকুলদা গ্রামে।বয়স ৩২ বছর ।বেশ কয়েকদিন ধরে ওই সিভিক ভলেন্টিয়ার কাশি ও জ্বরে ভূগছিলেন। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিলে উনি করোনা টেস্ট করতে বলেন।ওই ব্যক্তির লালারস সংগ্রহে করে পাঠানো হয় কলকাতা আর জি করে।সেখান থেকে রিপোর্ট আসে পজিটিভ।ওই ভলেন্টিয়ারকে বড়মা করোনা লেভেল থ্রি হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায় ওই সিভিক ভলেন্টিয়ার আগামীকাল পর্যন্ত ডিউটিতে ছিলেন এবং একটি রক্তদান শিবিরে গিয়েছিলেন ও অনেক মানুষের সাথে মেলামেশাও করেছেন।যার কারনে এলাকাবাসী অনেকটা চিন্তিত রয়েছেন।একজন স্থানীয় ব্যক্তি বলেন -“কর্মসূত্রে ও অনেক মানুষের সাথে মিশেছেন।শরীরে পজিটিভ থাকার ওপরেও আগামীকাল পর্যন্ত ডিউটি করেছেন।এবং বিষয় হচ্ছে তাহলে কত মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে।ভয়টা আরো বেড়ে গেল।জানিনা কতটা সুস্থতার মধ্যে রয়েছি।তবে প্রশাসনকে দাবী ওর সাথে যারা মিশেছেন তাদের করোনা টেষ্ট করা হোক।” তবে এই মহূর্তে এলাকায় থমথমে ভাব রয়েছে।
0
previous post