2
পত্রিকা প্রতিনিধিঃ রেড জোন পূর্ব মেদিনীপুরে দিনের পর দিন করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দিন রাত এক করে রাজ্যের মানুষকে করোনা ভাইরাস থেকে বাঁচাতে জোরদার প্রায়শ চালিয়ে যাচ্ছে রাজ্যসরকার। এছাড়াও ভিন রাজ্যে আটকে থাকা যে সব পরিযায়ী শ্রমিক এরাজ্যে এসেছে তাঁদের জন্য থাকার ব্যবস্থা ও করেছে প্রশাসন। তেমনিই পাঁশকুড়া বনমালী কলেজে একশো শয্যা বিশিষ্ট নিভৃতবাস কেন্দ্র করা হল সোমবার। জানা গিয়েছে ভিন রাজ্য থেকে আসা পাঁশকুড়ার বহুমানুষ বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন। তাঁরা নিজেরাই পৃথকভাবে নিভৃতবাসে থাকতে চাইছেন। তাই তাঁরা যাতে সুস্থ ও স্বাভাবিক ভাবে থাকতে পারেন এবং চিকিৎসা পান তার জন্যই পাশের পাশকুড়া বনমালী কলেজে একশো শয্যার নিভৃতবাস কেন্দ্র করা হয়েছে।