Home » Suvendu Adhikari : ‘১৫ মিনিট CRPF ছাড়া আসুন, CRPF-এর সামনে মারব’, কাঁথিতে বিরোধী দলনেতাকে হুমকি দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন

Suvendu Adhikari : ‘১৫ মিনিট CRPF ছাড়া আসুন, CRPF-এর সামনে মারব’, কাঁথিতে বিরোধী দলনেতাকে হুমকি দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন

by Biplabi Sabyasachi
0 comments

Suvendu Adhikari : শুভেন্দুর পাড়াতেই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল। সেখান থেকেই শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে প্রদীপ বলেন, ”আমাদের ভদ্রতাকে আপনারা দুর্বলতা ভাবলে ভুল করবেন। কাল চাইলে আমার কাঁথিতে আপনাদের ঢুকতে দিতাম না। আপনার যদি দম থাকে তাহলে ১৫ মিনিটের জন্য সিআরপিএফ ছেড়ে বেরিয়ে আয়, কতবড় বাপের বেটা দেখব!”


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দিন দিন শুভেন্দু এইভাবে মাত্রা অতিক্রম করতে থাকলে দলের নেতাদের কথাও শোনা হবে না। একজন তৃণমূল কর্মী হিসেবে শুভেন্দুর মস্তানির জবাব দেওয়া হবে।’ কাঁথিতে বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে রবিবার শুভেন্দুর পাড়াতেই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল । সেখান থেকেই শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে প্রদীপ বলেন, ”আমাদের ভদ্রতাকে আপনারা দুর্বলতা ভাবলে ভুল করবেন।

আরও পড়ুন : এক ব্যক্তির উপর চড়াও হয়ে ঘরছাড়া করার হুমকি! ঝাড়গ্রামে গ্রেফতার জমি মাফিয়া

Suvendu Adhikari
নিজস্ব চিত্র : শুভেন্দুর পাড়াতেই প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের

কাল চাইলে আমার কাঁথিতে আপনাদের ঢুকতে দিতাম না। আপনার যদি দম থাকে তাহলে ১৫ মিনিটের জন্য সিআরপিএফ ছেড়ে বেরিয়ে আয়, কতবড় বাপের বেটা দেখব!” খানিক থেমে প্রদীপের নিদান, ”এরপরে মাত্রা অতিক্রম করলে সিআর পি এফের সামনে মারব। তখন মোদী, শাহ কেউ বাঁচাতে পারবে না।কেন এমন হিংস্র পথ বেছে নেওয়া হবে, তার ব্যাখ্যাও দিয়েছেন প্রদীপবাবু।

আরও পড়ুন : গড়বেতার পর গাছ পাচারের অভিযোগ মেদিনীপুর সদরে, তদন্তে পুলিশ

Suvendu Adhikari

Advertisement

”কেউ ইট মারলে আমরা রসগোল্লা দিব না, পাল্টা পাথর মারব।”- জানিয়ে তৃণমূল নেতার হুঁশিয়ারি, ”আর নেতাদের কথা শুনে হাত গুটিয়ে বসে থাকব না। শুভেন্দু এরপরও মাত্রা অতিক্রম করলে আমরা কর্মীরা লড়াইটা বুঝে নেব। কাঁথিতে তোমার ঢোকা হবে না। শুভেন্দুকে সরাসরি ‘তুই’ সম্বোধন করে প্রদীপ বলেন, ”১১ বছরে বাংলার উন্নয়ন, বাংলার আমূল পরিবর্তন সহ্য হচ্ছে না।

আরও পড়ুন : রাতভর নিখোঁজ যুবক! সাতসকালেই পশ্চিম মেদিনীপুরের শিলাবতী নদী থেকে উদ্ধার মৃতদেহ

৯০ হাজার কোটি টাকা বকেয়া । আগে সেটা মিটা। তারপর বড় বড় কথা বলবি। আসলে দিদির রাজত্বে বাংলার এত উন্নয়ন সহ্য হচ্ছে না। তাই মিথ্যে কুত্‍সার আশ্রয় নিতে হচ্ছে।” মনে করিয়ে দিয়েছেন, ”বেশি লাফালাফি করবে না। তুমি যে স্কুলের মাস্টার, আমরা সেই একই কারখানার প্রোডাক্ট!” স্বাভাবিকভাবে প্রকাশ্যে বিরোধী দলনেতাকে তৃণমূল নেতার এমন হুমকির জেরে কাঁথি শহরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এবিষয়ে বিজেপি তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Threat to Evict

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.