Home » মেদিনীপুর মেডিক্যালে তৈরী হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট, হল উচ্চপর্যায়ের বৈঠক

মেদিনীপুর মেডিক্যালে তৈরী হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট, হল উচ্চপর্যায়ের বৈঠক

by Biplabi Sabyasachi
0 comments

Oxygen plant

আরও পড়ুন ঃপ্রয়াত ঝুমুর সম্রাট বিজয় মাহাত-র স্মরণসভা ঝাড়গ্রামে,দাবি উঠল অ্যাকাডেমি গড়ার

পত্রিকা প্রতিনিধি: করোণার তৃতীয় (Corona Third Wave) ঢেউয়ের কথা মাথায় রেখে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতাল (Medinipur Medical College & Hospital) চত্বরে তৈরি করা হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট (Oxygen Plant) । রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে তিনটি প্ল্যান্ট গড়ে তোলা হবে । তার মধ্যে একটি ‘লাইট মেডিক্যাল অক্সিজেন’ (light Medical Oxygen) এবং দুটি ‘প্রেসার সুইং অ্যাডসোরপসান’ (Pressure swing adsorption)অর্থাৎ পি এস এ।

মঙ্গলবার এ ব্যাপারে অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) তুষার সিংলার সঙ্গে বৈঠক হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ, জনস্বাস্থ্য কারিগরি দফতর , ডিআরডিও ও এবং মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালের প্রতিনিধিদের । অতিরিক্ত জেলাশাসকের দফতরে বৈঠক করার পর হাসপাতাল চত্বরে প্ল্যান্ট কোন জায়গায় তৈরি করা হবে তা খতিয়ে দেখতে প্রতিনিধিদল পরিদর্শন করেন ।

নিজস্ব চিত্র


করোণা আক্রান্তের সংখ্যা কখনো বাড়ছে আবার কখনো কমছে । বিশেষজ্ঞদের মতে করোণার তৃতীয় ঢেউ আসতে চলেছে । তখন আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়তে পারে । পরিস্থিতির কথা চিন্তা করে গড়ে তোলা হবে অক্সিজেন প্যান্ট ।কারণ করোনা রোগী শ্বাসকষ্ট হলেই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দিতেই হবে। অক্সিজেনের ঘাটতি হলেই করোনা রোগীর অবস্থা খারাপ হতে পারে । ইতিমধ্যে অক্সিজেনের ঘাটতির জন্য অনেক করোণা রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ।

Advertisement
Advertisement

অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন, মেদিনীপুর মেডিক্যাল কলেজ চত্বরে গড়ে তোলা হবে এই অক্সিজেন প্ল্যান্ট । একটি এলেমেন্ট ও দুটি পি এস এ প্ল্যান্ট তৈরী করার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হবে। লিকুইড অক্সিজেন নিয়ে আসার পর তা রাখার ব্যবস্থা করা হবে। অন্যদিকে হাসপাতাল চত্বরে অক্সিজেন সংগ্রহ করার জন্য পি এস এ প্ল্যান্ট তৈরি করা হবে। আগামী এক মাসের মধ্যে ব্র্যান্ডের কাজ শেষ করা হবে। এদিন পরিদর্শন দলে থাকা হাসপাতালের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু বলেন , “হাসপাতালে প্রচুর পরিমাণ অক্সিজেনের দরকার। করোনা রোগী চিকিত্সার জন্য একাধিক ওয়ার্ড চালু করা হয়েছে। সে কারণে বাইরে থেকে অক্সিজেন আনার ক্ষেত্রে সমস্যা হতে পা… তাই হাসপাতাল চত্বরে প্ল্যান্ট তৈরি করা হচ্ছে তাতে অক্সিজেন সমস্যা আর থাকবে না।” স্বাস্থ্য দফতরের আধিকারিক সৌম্যশঙ্কর সারঙ্গী জানিয়েছেন খুব শীঘ্রই ওই প্ল্যান্টের কাজ শুরু হয়ে যাবে। কেন্দ্রীয় রাজ্য উভয়ই সরকারের সহযোগিতায় গড়ে তোলা হবে বড় ধরনের এই অক্সিজেন প্ল্যান্ট ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Oxygen plant

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.