পত্রিকা প্রতিনিধি: দীর্ঘ জল্পনার পর অবশেষে সোমবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল পূর্ব মেদিনীপুর জেলার তাজপুর পর্যটন কেন্দ্রের সমস্ত হোটেল ও লজগুলি।জানা গিয়েছে,রবিবার বিকেলে তাজপুর সি কোস্ট হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৈঠকে এই বিষয়টি জানানো হয়।তাছাড়া যদিও আগেই তাজপুরের হোটেল ও লজগুলি ১৫ জুন খুলবে বলে ঘোষণা করা হয়ে ছিল।
এমতাবস্থায় কোনও পর্যটক সর্দি-কাশি নিয়ে হোটেলে এলে তার অগ্রিম বুকিং থাকলেও তাকে ঘর দেওয়া হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে হোটেল কর্তৃপক্ষ।তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে হোটেলের প্রতিটি ঘর স্যানিটাইজ করা হয়েছে। নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে হচ্ছে। পাশাপাশি স্যানিটাইজার টানেল বসানোর নির্দেশও দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। হোটেলর সমস্ত কর্মচারীদের মুখে মাস্ক, হাতে দস্তানা এবং সব সময় জীবাণুনাশক ব্যবহার করে বলা হয়েছে। যে সব পর্যটক বেড়াতে আসবেন, তাঁদেরও প্রাথমিকভাবে হোটেলে ঢোকার আগে যাবতীয় জিনিস জীবাণুমুক্ত করতে হবে বলে জানা যাচ্ছে।পাশাপাশি এছাড়াও আপাতত ৩০% ঘর খোলা যাবে। কর্মী সংখ্যাও ৩০%-এর কম থাকবে। এই সব সিদ্ধান্ত মেনেই হোটেল খোলায় সম্মতি এসেছে হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে।
তাছাড়া লকডাউনের আনলক-এর প্রথম পর্ব শুরু হলেও এখনও বেড়াতে যাওয়া শুরু হয়নি। তবে করোনা-লকডাউনের জেরে পর্যটন শিল্পে যে সংকট দেখা দিয়েছে, এমন পরিস্থিতিতে আপাতত হোটেল খোলার সিদ্ধান্তেই মুখে হাঁসি ফুটেছে স্থানীয় ব্যবসায়ীদের।
0
previous post