পত্রিকা প্রতিনিধি : কুকীর্তি করার সময় পাড়ার মহিলাদের হাতে ধরা পড়ে গণধোলাই খেল এক যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার পাঁশকুড়া থানার নস্কর দিঘিতে ।স্থানিয় সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ে থাকত ওই এলাকার সুমন পাল নামে এক যুবক।তাঁকে গৃহ নিভৃত বাসে থাকতে বলা হয়েছিল। বাড়িতে থাকাকালীন সে লুকিয়ে লুকিয়ে পাশের এক পুকুরে মহিলাদের স্নানের ছবি মোবাইলে তুলতে থাকে । বেশ কয়েকদিন চেষ্টা করেও গুণধর সুমনকে হাতেনাতে ধরতে পারেননি মহিলারা । এদিন একইভাবে ওই কুকীর্তি করার সময় কয়েকজন মহিলা তাকে পেছন থেকে হাতেনাতে ধরে ফেললে সে ছিটকে পালায়। তবে শেষ রক্ষা হয়নি গ্রামে শোরগোল পড়তেই সবাই মিলে ঘিরে ফেলে তাকে গণধোলাই দেন।পরে থানায় খবর দিলে পাঁশকুড়া থানার পুলিশ গিয়ে ওই যুবককে গ্রেফতার করে। সকলের জেরার সামনে সে স্নানের ছবি তোলার কথা স্বীকার করে নেয়, শুধু তাই নয় কয়েকজন যুবতীর শ্লীলতাহানি করার চেষ্টা করে বলেও অভিযোগ।ওই যুবকের কড়া শাস্তির দাবি জানিয়েছেন এলাকার মহিলারা ।
0