পত্রিকা প্রতিনিধি :সেল্প হেল্প গ্রুপের জন্য সংখ্যালঘু দপ্তর থেকে লোন ইস্যু করা হলেও লেনদেন সত্বেও ব্যাঙ্ক ভেরিফিকেশন না করায় ক্ষুব্ধ গ্রুপের মহিলাদের ব্যাঙ্কের সামনে সমায়েত,বিক্ষোভ।শেষমেশ পুলিশের হস্তক্ষেপে ব্যাঙ্ক ভেরিফিকেশনে রাজি হওয়ায় খুশি এসএইচজি গ্রুপের মহিলারা।ঘটনাটি চন্দ্রকোনা পৌরসভার গোঁসাইবাজার এলাকায় তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের।চন্দ্রকোনা থানার ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের মহেশপুর মুড়াকাটা এলাকার একাধিক সেল্প হেল্প গ্রুপের মহিলাদের ব্যাঙ্কিং লেনদেন চন্দ্রকোনার গোঁসাইবাজার এলাকায় তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সাথে।গ্রুপের সদস্যদের অভিযোগ,গ্রুপের মহিলাদের সুবিধায় সংখ্যালঘু দপ্তর থেকে এক একটি গ্রুপের জন্য লোন দেওয়া অনুমোদন দেয়।সেমতো লোনের জন্য ব্যাঙ্কের ভেরিফিকেশন লাগে দীর্ঘ কয়েকমাস লোনের কাগজ নিয়ে তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে ঘুরেও ব্যাঙ্ক সইও করেনি ভেরিফিকেশনও করেনি।ব্যাঙ্কের তরফে নানারকম অজুহাত দেখানো হয়।বেশকয়েকমাস এতোদুর থেকে এসে ঘুরে যেতে হয়েছে। বাধ্য হয়ে শুক্রবার গ্রুপের ৫০ টি দলের মহিলা সদস্যরা ব্যাঙ্কের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়।গ্রুপের মহিলারা জানান,চন্দ্রকোনা থানার পুলিশ এসে ব্যাঙ্কের সাথে কথা বলে ভেরিফিকেশন কাগজ জমা দিয়ে আজই করে দিতে রাজি হয়েছে এতে আমরা খুশি।পুলিশ গুরুত্ব দিয়ে আমাদের কথা শুনে তৎপরতা দেখিয়েছে আশাকরি সংখ্যালঘু দপ্তরের গ্রুপের জন্য লোন পেতে অসুবিধা হবেনা আর।যদিও এবিষয়ে ব্যাঙ্কের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
2