Home » ED SSC Scam : শিক্ষক নিয়োগ দুর্নীতির নয়া মোড়! পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে ED-র তল্লাশিতে উদ্ধার ২০ কোটি টাকা

ED SSC Scam : শিক্ষক নিয়োগ দুর্নীতির নয়া মোড়! পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে ED-র তল্লাশিতে উদ্ধার ২০ কোটি টাকা

by Biplabi Sabyasachi
0 comments

ED SSC Scam : শুক্রবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সূত্রের খবর, SSC নিয়োগ অনিয়ম মামলাতেই এই তল্লাশি অভিযান।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শুক্রবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সূত্রের খবর, SSC নিয়োগ অনিয়ম মামলাতেই এই তল্লাশি অভিযান। যদিও এই বিষয়ে নিশ্চিতভাবে কোনও মহলের তরফেই কোনও মন্তব্য করা হয়নি।

অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থ চ্যাটার্জী , ফাইল চিত্র

সকালের পর দুপুরের দিকে পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের এক আত্মীয়ের বাড়িতে হানা দেয় আয়কর দফতর। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাইয়ের মামারবাড়িতে পৌঁছে গিয়েছিলেন আয়কর দফতরের প্রতিনিধিরা। জানা গিয়েছে, শুক্রবার দুপুর ২ টো নাগাদ পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত খিরিন্দা এলাকায় কৃষ্ণ প্রসাদ অধিকারীর বাড়িতে যান আয়কর দফতরের ৬ সদস্যদের একটি প্রতিনিধি দল।

উদ্ধার হওয়া টাকা

বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কী কারণে এই অভিযান চালানো হয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছুই জানা যায়নি। এদিকে এদিন পার্থর নাকতলার বাড়িতেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর ঠিক সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, চিকিৎসকরা তাঁর বাড়িতে গিয়েছেন।

তবে এটি রুটিন চেক আপ বলেই জানাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল। এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা তাঁর বাড়িতে যান। তাঁর ইসিজি করারও পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে। প্রায় ৮ ঘণ্টা ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা। আর এরপরই পিংলায় তাঁর জামাইয়ের মামারবাড়িতে হানা দেয় আয়কর দফতর। শুক্রবার সকালে নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির রক্ষীদের ফোন বাজেয়াপ্ত করে বাড়ির ভিতরে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা।

ED SSC Scam
পরেশ অধিকারীর বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী

সেই সময় বাইরে মোতায়েন ছিল কলকাতা পুলিশ। সেখানে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কেন্দ্রীয় বাহিনী ব্যারিকেড করে রেখেছিল। উল্লেখ্য, শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই নয় এদিন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও অভিযান চালায় ED। জানা গিয়েছে, কোচবিহারের মেখলিগঞ্জে তাঁর বাড়িতে অভিযান চালায় তদন্তকারীরা।

ED SSC Scam

এদিন রাজ্যের মোট ১৩টি জায়গায় ৮০-৯০ জন ইডি আধিকারিক অভিযান চালান। এই বিষয়ে এই সময় ডিজিটালের তরফে পরেশ অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এই মুহূর্তে আমি কলকাতায় আছি। বাড়িতে ফোন করেছিলাম। কিন্তু সব ফোন নিয়ে নিয়েছে। বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তাই বুঝতে পারছি না কী হচ্ছে। তাই এখান থেকে বলা সম্ভব নয় ওখানে কি হচ্ছে।” পাশাপাশি কেন ED তাঁর বাড়িতে গেল সেই বিষয়ে তিনি জানেন না বলেই দাবি করেছেন এই মন্ত্রী।

অপরদিকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ২০ কোটি টাকা উদ্ধার করলএনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির তদন্তকারীদের দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। এদিন সকাল থেকেই ইডির আধিকারিকরার রাজ্যে স্কুল সার্ভিস কনমিশন ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডে নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেও তারা তল্লাশি চালায়।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ইডির তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। কিন্তু কোনও মন্তব্য করা হয়নি। ইডির আধিকারিকরা জানিয়েছে অনুসন্ধানকারী দল নগদ টাকা গোনার জন্য কাউন্টিং মেশিন ও ব্যাঙ্ক কর্মকর্তাদের সাহায্য নিচ্ছে। ইডি সূত্রের খবর মোবাইলফোনগুলি ব্যবহার করা হত। ইডি সূত্রের খবর অধিকাংশ নোটই ২০০০ টাকা । বেশ কিছু ৫০০ টাকার নোটও উদ্ধার হয়েছে। টাকাগুলি ব্যাগে ভর্তি করে রাখা হয়েছিল বলেও তদন্তকারী সূত্রের খবর পাওয়া গেছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

ED SSC Scam

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.