Home » গড়বেতায় ভাইঝিকে ধর্ষণের অভিযোগ কাকার বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

গড়বেতায় ভাইঝিকে ধর্ষণের অভিযোগ কাকার বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিক‍া প্রতিনিধি: টিভি দেখার নাম করে বাড়িতে একলা পেয়ে নিজেরই খুড়তুতো দাদার ৮ বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি গড়বেতা থানার উত্তরবিল গ্রাম এলাকার। প্রদ্যূত মন্ডল নামে ২৬ বছর বয়সী যুবক দিন পাঁচেক আগে নাবালিকাকে বাড়িতে ডেকে মুখ বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ। garhbeta bengalinews, garhbeta bengalinews

আরো পড়ুন- সুতাহাটায় প্রবীণ অধ্যাপক কে খুনের হুমকি দিয়ে পড়ল পোস্টার

পরে বিষয়টি জানাজানি হলে সমস্ত ঘটনাটি পরিবারের মধ্যেই চেপে রেখে দেওয়া হয়। কিন্তু ঘটনাক্রমে বাচ্চা মেয়েটি অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীদের মধ্যে বিষয়টি জানাজানি হয়। পরে মেয়েটিকে বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। গতকাল ওই যুবকের বিরুদ্ধে গড়বেতা থানায় লিখিত অভিযোগ জানানো হয় পরিবারের তরফে।

আরো পড়ুন- দীঘায় মাল বোঝাই ডাম্পারের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত ২ পর্যটক

আক্রান্ত নাবালিকাকে আজ মেদিনীপুর আদালতে গোপন জবানবন্দির জন্য নিয়ে আসা হয় গড়বেতা থানার পক্ষ থেকে। এদিকে প্রতিবেশীরা ও নাবালিকার বাড়ির লোক অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে। অভিযুক্তের বাবা-মা দুজনই ঘটনার কথা স্বীকার করেছেন। যদিও অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে গড়বেতা থানার পুলিশ।

আরো পড়ুন- তৃণমূল বিজেপির সংঘর্ষ, আক্রান্ত ঘাটাল থানার ওসি

অপরদিকে রাস্তা সংস্কারের কাজ চলাকালীন বিদ্যুৎতের খুঁটি সরানো নিয়ে বিবাদ এলাকাবাসীদের।ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ১১ নং ওয়ার্ড দক্ষিণবাজার এলাকার।বৃহস্পতিবার ওই এলাকায় রাজ্যসড়কের উপর থাকা বিদ্যুৎতের খু্ঁটি পূর্ত দপ্তরের তরফে রাস্তার ধারে থাকা বসতবাড়ির পাশে বসানোর উদ্যোগ নিলে তাতে আপত্তি দিয়ে পূর্ত দপ্তরকে ঘিরে বিক্ষোভ দেখায় বাসিন্দারা।ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিয়ে বাসিন্দাদের বুঝিয়ে কাজ শুরু করায়।ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ,রাজ্যসড়কের একপাশে বিদ্যুৎ এর হাইটেনশনের খুঁটি ছিলো কিন্তু পূর্ত দপ্তর জোর করে তা সরিয়ে বসত বাড়ির পাশে বসানোর উদ্যোগ নিলে তাতে বিপদের আশঙ্কা করে কয়েকজন বাসিন্দা আপত্তি জানিয়ে দপ্তরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখায়,বন্ধ হয়ে যায় কাজ।খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

সরকারি কাজে বাধা না দিয়ে বাসিন্দাদের আইনি পথে যাওয়ার পরামর্শ দিয়ে দাঁড়িয়ে থেকে কাজ শুরু করায়।পূর্ত দপ্তরের তরফে জানানো হয় নিয়ম মেনেই পূর্ত দপ্তরের নিজস্ব জায়গায় বসানো হচ্ছে বিদ্যুতের খুঁটি।দু তিনটি পরিবার এতে বাধা দেওয়ার চেষ্টা করে সমস্যা মিটে গিয়েছে।ক্ষুব্ধ বাসিন্দারা ঘটনায় প্রশাসনের উর্ধতন জায়গায় গিয়ে আইনি পথে যাওয়ার কথা বলেন।

আরো পড়ুন- দিঘা সমুদ্রে তলিয়ে গেল ৫ টি বোল্ডার বোঝাই ডাম্পার,অল্পের জন্য রক্ষা পেলেন চালকেরা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.