Home » Sexual Harassment : পূর্ব মেদিনীপুরে ১০ বছরের নাবালিকাকে চকলেটের প্রলোভন দেখিয়ে যৌন হেনস্থার অভিযোগ প্রতিবেশী দাদুর বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত

Sexual Harassment : পূর্ব মেদিনীপুরে ১০ বছরের নাবালিকাকে চকলেটের প্রলোভন দেখিয়ে যৌন হেনস্থার অভিযোগ প্রতিবেশী দাদুর বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত

by Biplabi Sabyasachi
0 comments

Neighbor’s grandfather accused of Sexual Harassment 10-year-old girl in East Midnapore

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ১০ বছরের নাবালিকাকে চকলেটের প্রলোভন দেখিয়ে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল প্রতিবেশীর দাদুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক ব্লকের কুইলি মোড় এলাকায়। উল্লেখ্য, কয়েকদিন আগে চকলেটের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে বাড়িতে ডেকে পাঠায় ওই প্রতিবেশী দাদু।

আরও পড়ুন:- বিদ্যালয়ের ঘরের অবস্থা ভগ্নপ্রায়, পড়াশোনা খোলা আকাশের নীচে! এগরায় বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

Sexual Harassment
ফাইল চিত্র

আরও পড়ুন:- ঝাড়গ্রামের সাঁকরাইলে চারচাকার গাড়ির সামনে হঠাৎ হাতি, দৌঁড়ে বাঁচলেন চালক

এরপরই ওই নাবালিকার ওপর যৌন হেনস্থা চালায় অভিযুক্ত। এদিকে, নাবালিকা বাড়ি ফিরে অসুস্থ বোধ করলে পরিবারের লোকেরা তাকে ভগবানপুর গ্রামীণ হাসপাতাল ভর্তি করেন। পাশাপাশি, ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষাও করানো হয়। এরপর পরিবারের সদস্যরা ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেন । এরপর পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে এক অভিযুক্তকে গ্রেফতার করে।

Sexual Harassment

আরও পড়ুন:- পটাশপুরে এক পারিবারিক অনুষ্ঠানের নিমন্ত্রণে কাউকে না যেতে ফতোয়া, অন্যথায় জরিমানা, গ্রেফতার ৮

Advertisement

আরও পড়ুন:- শিকারির চেয়ে বেশি বনকর্মী ও পুলিশ! মেদিনীপুর সদরে চাঁদড়ার অরণ্যের হৃদয়ে রক্তক্ষরণে পড়ল ছেদ

এরপর আজ, বৃহস্পতিবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয় বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম অমর ঘড়াই। তার বাড়ি ভগবানপুর থানার কুইলিমোড়ের কালপুর এলাকায়। ভগবানপুর থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:- মেদিনীপুর গ্রামীণে আদিবাসী অধ্যুষিত গ্রামবাসীদের পান করতে হচ্ছে পুকুর বা কুঁয়োর ঘোলা জল, বন্ধ মিড ডে মিলের রান্না, ক্ষুব্ধ এলাকাবাসী

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Sexual Harassment

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.