বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ৮ দিনের মাথায় নির্যাতিতা মহিলার বাড়িতে পৌঁছালেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। কথা বললেন নির্যাতিতা মহিলার সঙ্গে। তারপরই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। গত ৯ মার্চ (রবিবার) নারায়ণগড়ের মকরামপুরে তৃণমূল পার্টি অফিসে বিজেপি ছাড়ার মুচলেকা দিতে এসে প্রাক্তন বিজেপি মহিলা কর্মীর যৌন হেনস্তার অভিযোগ ওঠে তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষীকান্ত সিটের বিরুদ্ধে। যদিও বিজেপির অভিযোগ, তাকে ধর্ষণ করা হয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

2/5. সেখান থেকে তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী এআইআইএমএস হাসপাতালে। গত শুক্রবার সেখান থেকে ছাড়া পেয়ে মেদিনীপুরে ছিলেন। রবিবার মকরামপুরে নিজের বাড়িতে ফিরেন। ঘটনার পরেই জেলা পুলিশ সুপার ও জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা। অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিও তোলে। পুলিশ কেন গ্রেফতার করছে না? সেই প্রশ্ন তুললেন মহিলা কমিশনের সদস্য।
আরও পড়ুন : হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল ফিরিয়ে দিল সবং থানা
আরও পড়ুন : মহিলা থানায় পড়ুয়াদের অত্যাচারের অভিযোগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও কোতয়ালী থানায় বিক্ষোভ
3/5. রবিবার জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার নির্যাতিতা মহিলার পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ওই মহিলার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সে ভয়ে পালাতে গেলে পেছন থেকে জাপটে ধরেছিল। অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। এখনো শরীরের তিনটে জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তার ছবি আমি তুলে নিয়ে যাচ্ছি।
4/5. একটা রাজনৈতিক দল আমি আসবো বলে একটা মিছিল বের করে দিল। যাতে সত্য না উদ্ঘাটিত হয়। এটা কোন রাজ্য? কোন প্রশাসন চলছে? মেয়েদের নিরাপত্তা যখন এ অবস্থায় দাঁড়িয়ে, একজন মহিলা দরখাস্ত করতে গেলে তাকে সেখানে ধর্ষণ করা হয়, যৌনাঙ্গের ভেতরে পাথর গুঁজে দেওয়া হয়। মেদিনীপুর মেডিকেল কলেজে তিন ঘন্টা পরে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর এআইআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সরকারি মেডিকেল কলেজ যতই মিথ্যে কথা বলুক তারা চিকিৎসাটা দেবে। কারণ এরা ডাক্তার এবং চিকিৎসাটা হয়েছে। তাহলে তার কিসের জন্য চিকিৎসা হয়েছে? তার কি সুগার আছে? নাকি প্রেসার, হার্টের রোগ বা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে? তার উপর শারীরিক ও যৌন নির্যাতনের ফলে সে অচৈতন্য হয়ে পড়ে। পরে ওখানকার দু-চারজন তাকে নিয়ে চলে যায়।
আরও পড়ুন : মেলা দেখতে গিয়ে বচসা! নারায়ণগড়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
আরও পড়ুন : পিংলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ড্রাইভার সহ ২
5/5. এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন তথা পুলিশের তরফ থেকে যে তৎপরতা, সেই তৎপরতা এই অঞ্চলের তফশিলি মানুষদের জন্য দেখি না। গ্রামের অন্যান্য মহিলাদের কাছ থেকে শুনতে পেলাম ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে জমি নিয়ে নেওয়া, হুমকি, শারীরিক নির্যাতন করার অভিযোগ। যেন এ আরেক শেখ শাহাজাহান। ঘটনার সত্যতা কিছু আছে, যে কারণেই আমি আসতে পেরেছি। যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে কেন গ্রেফতার করা হয়নি আমি পুলিশকে জানতে চাইবো। পুলিশ এবং প্রশাসন কি ঘুমোচ্ছে? পুলিশ না পারলে বলুক, আমরা পাচ্ছি না। আমরা ব্যবস্থা নেব সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে।”
আরও পড়ুন : বন্যপ্রাণ শিকার আটকাতে বন দপ্তরের জোড়া ফাঁদ, গাড়ি মালিকদের বাড়িতে পৌঁছাবে আইনি নোটিশ!
আরও পড়ুন : দু’মাস পর বাড়ি ফিরলেন চিকিৎসা বিভ্রাটে অসুস্থ প্রসূতি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Narayangarh Incident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper