পত্রিকা প্রতিনিধি : উদ্দেশ্যে প্রনোদিত ভাবে বিজেপি কর্মীদের মারধর বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।অভিযোগ অস্বীকার শাসক দলের।ঘটনা নারায়ণগড় ব্লকের খুড়শি ১৪ নং গ্রাম পঞ্চায়েতের চেঙ্গা বুথের।প্রসঙ্গত নারায়ণগড় ব্লকের এই বুথ এলাকায় চলতি মাসের ৮ ই আগস্ট আমফানের ক্ষয়ক্ষতির তদারকিতে এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।বিজেপির অভিযোগ সোমবার সন্ধ্যা নাগাদ তৃণমূলের প্রায় শতাধিক কর্মী সমর্থক হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকদের উপর।চলে বাড়ি ভাঙচুর।ঘটনায় আহত হয় চারজন মহিলা সহ অপর দুই বিজেপি কর্মী সমর্থক।তাদের ভর্তি করা হয় মকরামপুর গ্রামীন হাসপাতালে।পরে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া মেদিনীপুরে পাঠানো হয়েছে।বিজেপির উত্তর মন্ডল সভাপতি সত্যজিৎ দে জানিয়েছেন-“বিজেপির ওই পঞ্চায়েত এলাকায় সমর্থন বেশি হওয়ার কারণে তৃণমূল ওখানে হামলা চালিয়েছে।”যদিও এই অভিযোগ অস্বীকার তৃণমূলের।ব্লক সভাপতি মিহির চন্দ বলেন-“অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন।” পুলিশে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি বিজেপির।রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত রাজনীতি।
0