পত্রিকা প্রতিনিধি : তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল সৌভীক দোলাই নামের এক তৃণমূল কর্মীর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে মকরামপুরের অভিরামপুর এলাকায়। তবে এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় ।
উল্লেখ্য , মকরামপুরে তৃণমূলের কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত লক্ষ্মী শিটকে আবার দায়িত্ব দেয় দল। আর এরপর এদিন এ ঘটনা ঘটে যাঁকেই কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল গোটা এলাকা। যদিও এই ঘটনার সঙ্গে জড়িত লক্ষ্মী শিট। আহতরা জানিয়েছেন তাঁরা প্রত্যেকেই তৃণমূল কর্মী সমর্থক ।
গোষ্ঠীকোন্দলের জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা ঘটে । গুলিবিদ্ধ হন এক তৃণমূলকর্মী সৌভীক দোলাই। বোমা আঘাত হন আরও দু জন তৃণমূল কর্মী সমর্থকেরা ।তাদেরকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর সৌভীক দোলাই কে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়, সেখানেই তার মৃত্যু হয় । মকরামপুরে কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত লক্ষ্মী শিটকে আবার দায়িত্ব দেয় দল।এর পরেই আজ এ ঘটনা ঘটে যাঁকেই কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুর এলাকা । যদিও এই ঘটনার সঙ্গে জড়িত লক্ষ্মী শিট। আহতরা জানিয়েছেন তাঁরা প্রত্যেকেই তৃণমূল কর্মী সমর্থক ।