পত্রিকা প্রতিনিধি :ঘটনার তিন দিন পর থানাতে এসে পুলিশকে জানালো তার বাবা অস্বাভাবিক মৃত্যু হয়নি । তার বাবাকে শ্বাসরোধ করে খুন করেছে মা এবং তার প্রেমিক । নাবালিকা মেয়ের অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ নিমপুর রেল এলাকা থেকে গ্রেফতার করে মা এম .সাথী রামাইয়া এবং প্রেমিক কে.নোকা রাজু ।দুজনই রেল কর্মচারী । ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুরের নিমপুরা রেল এলাকা তে । জানা গেছে খড়গপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূলের কাউন্সিলর ভি রামনা এর ছোট ভাই এম ঈশ্বর রাও এর রেলের আবাসনে অস্বাভাবিক মৃত্যু হয়েছে । খবর পেয়ে ছুটে যান তৃণমূলের কাউন্সিলর রামনা রাও ।ডাকা হয় চিকিৎসককে । চিকিৎসক এসে তাকে মৃত বলে ঘোষণা করেন। করোনা কালে লোকজন আসবে না এই আশঙ্কায় মৃতদেহ কে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার তিন দিন কেটে গেলে মৃত ব্যক্তির ১৭ বছরের নাবালিকা মেয়ে তার জেঠু তৃণমূলের বিদায়ী পার্ষদ রামনা রাও কে গোটা ঘটনা জানায় । নাবালিকা মেয়ে ও তার ভাই জানায় যে বুধবার রাতে মা ও তার প্রেমিক গোটা বাড়ির লাইট অন্ধকার করে বাবার হাত পিছনে বেঁধে গলা টিপে খুন করেছে । বাবার আওয়াজ শুনে আমি ছুটে আসি গোটা ঘটনা দেখে নিলে মা ও রাজু আমাদের বলে লোককে জানালে তোদের এই ভাবেই মেরে ফেলবো ভয় পেয়ে যাই আমি আর ভাই । ভাইজির এই অভিযোগ পাওয়ার পরে হতবাক হন রমনা রাও ।ঘটনা শুনে দেরি না করে ভাইজিকে গাড়িতে তুলে সোজা পৌঁছে যান খড়গপুর টাউন থানায় ।টাউন থানার পুলিশকে সমস্ত ঘটনা জানালেই পুলিশ মা ও তার প্রেমিককে গ্রেফতার করে । ঘটনায় হতবাক হয়েছেন গোটা এলাকাবাসী এ যেন মনুয়া কান্ড ছায়া রেল নগরী খড়্গপুরে । মা ও তার প্রেমিকের শাস্তি চান নাবালিকা কন্যা ও তার ছোট ভাই । অভিযুক্ত দু’জনকেই আজ খড়্গপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে তাদের হেফাজতে চাওয়ার আবেদন জানাবে আদালতকে খড়গপুর টাউন থানার পুলিশ ।
1