Home » অভিনব ভাবে মেদিনীপুরে শুরু হয়ে গেল পৌর নির্বাচনের প্রচার

অভিনব ভাবে মেদিনীপুরে শুরু হয়ে গেল পৌর নির্বাচনের প্রচার

by Biplabi Sabyasachi
0 comments

Municipal

আরও পড়ুন ঃশুভেন্দুর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের

অরুপ নন্দী : দিনক্ষণ ঘোষণা না হলেও মেদিনীপুরে (Medinipur) প্রচার শুরু হয়ে গেল পৌরসভা নির্বাচনের (Municipality Election) । একেবারে অভিনব কায়দায় প্রচার শুরু করল তৃণমূল (Tmc)। বিধানসভা ভোটে জয়ের পরই পৌরসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি বৈঠকও হয়েছে বিধায়ক সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বদের। লক্ষ্য পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত সাতটি পৌরসভায় জয়লাভ। জেলাতে মেদিনীপুর, খড়গপুর, রামজীবনপুর, খড়ার, ঘাটাল, ক্ষীরপাই, চন্দ্রকোনা মিলিয়ে মোট সাতটি পুরসভার নির্বাচন হতে পারে যে কোনো সময়। তাই প্রস্তুতি ও প্রচারে ফাঁক রাখতে চাইছেন না মেদিনীপুর পৌরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলাররা।

নিজস্ব চিত্র

তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি (Ajit Maity) জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি (Covid Situation) স্বাভাবিক হলেই প্রচারে নামবে দল। কিছুটা সংক্রমণ কমলেও বিধিনিষেধ জারি রয়েছে রাজ্যে। রাজনৈতিক জমায়েত রয়েছে নিষিদ্ধ। করোনার জেরে বাড়ি বাড়ি প্রচারেও যাচ্ছে না কোনো দল। ঠিক এই পরিস্থিতিতে বিভিন্ন সংবাদপত্রের ভেতরে লিফলেট দিয়ে প্রচার শুরু করল তৃণমূল। তাতে লেখা রয়েছে, ‘আগামী পুর নির্বাচনে দিদির সৈনিকদের দিকে দিকে জয়ী করুন। বিপজ্জনক বিজেপির হাত থেকে পুরসভাগুলিকে রক্ষা করুন। এটাই আগাম বার্তা’।যার প্রচারে রয়েছেন প্রাক্তন কাউন্সিলার তথা মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায় 9Mou Roy)। সংবাদপত্র বিক্রেতাদের মাধ্যমে তা পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি।

Advertisement

মৌ রায় মানছেন এই লিফলেট বিলির কথা। তিনি বলেন, “কেন্দ্রের বিজেপি (BjP)সরকার একের পর এক জনবিরোধী নীতি নিয়ে চলেছে। যার জেরে মানুষ অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত। নোট বাতিল থেকে শুরু করে কৃষক নিধন কৃষি আইন পাশ করিয়েছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে প্রতিদিন। গ্যাস ছেড়ে মানুষ কাঠের উনুনে রান্না করছে। সর্বনাশা আইন কানুনে নাজেহাল দেশবাসী। তার থেকে মুক্তি পেতে মেদিনীপুর সহ জেলার প্রতিটি পৌরসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার আবেদন জানানো হয়েছে। করোনা পরিস্থিতিতে মাঠে নেমে প্রচার শুরু না করতে পারায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।” লিফলেটে পুর নির্বাচনে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আবেদনের পাশাপাশি এনআরসি (NRC) , সিএএ (CAA), এনআরপি (NRP) এর বিরুদ্ধে প্রতিবাদও জানানো হয়েছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Municipal

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.