পত্রিকা প্রতিনিধি : সারা দেশজুড়ে চলছে আতঙ্ক করোনা ভাইরাসের। লকডাউন চলছে তা সত্বেও মানুষের কাজের তাগিদে চালু হয়েছে পরিবহন।আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে পড়ল বালি বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে,
সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতে মোহনপুর গ্রামে বালি বোঝাই লরি পাল্টি হয়ে গেল।স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বালিবোঝাই লরি গোপীবল্লভপুরের নদী থেকে বালি নিয়ে কুকড়াহাটি হয়ে মোহনপুর যাচ্ছিল । সেই সময় গাড়িটির নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে পুকুরে উল্টে পড়ে। গাড়িটির মধ্যে চালক ও খালাসী ছিলেন। কোনো হতাহতের খবর নেই। ড্রাইভার ও খালাসী সুস্থ রয়ে ছেন বলে জানা যায়। রাজ্য সরকার সেভ ড্রাইভ সেভ লাইফ রাজ্যজুড়ে। দুর্ঘটনা এড়াতে রাজ্য রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে তা সত্ত্বেও এই দুর্ঘটনা মানুষকে ভাবিয়েছে। সুতাহাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস কুমার মাইতি বলেন এই রাস্তাটি প্রধানমন্ত্রী সড়ক যোজনা তৈরি হয়েছে। বড় ভারি গাড়ি ঢুকার কোন পারমিশন ছিল না। তা সত্য কিভাবে এই গাড়িটি ঢুকলো আমরা তদন্ত করে দেখছি।
0
previous post