Home » চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত

চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত

by Biplabi Sabyasachi
0 comments

Medical Services

আরও পড়ুন ঃবাড়ি থেকে পরীক্ষা নয়, সম্ভবত বাতিলই হচ্ছে মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক

পত্রিকা প্রতিনিধিঃ করোনার সময় গ্রামীন হাসপাতালে যাতে চিকিৎসার কোনো খামতি না হয় তার জন্য স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করছেন ডাক্তার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত (Dr. Khagendranath Mahata)। হাসপাতাল আসতে রাস্তা খারাপের অভিযোগ পেয়ে সে সমস্ত এলাকাও পরিদর্শন করেন তিনি। তাছাড়া করোনার ২য় ফেজে গ্রামগুলোতেও সংক্রমণ ছড়িয়েছে গতবারের থেকে অনেক বেশী। তাই গ্রামীন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলির কার্যকারিতা অনেকটাই বেরেছে।

চিকিৎসা পরিষেবা পরিদর্শনে বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, চিত্র- দেবব্রত বাগ

হাসপাতাল গুলির অবস্থা পর্যবেক্ষনের লক্ষে চন্দ্রীর পর শুক্রবার ঝাড়গ্রামের (Jhargram) শালবনি (Shalboni) ব্লকের লাউড়িয়াদাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র(Primary health center) ভিজিট করে মানুষের ভালো মন্দ খোঁজ নেন তিনি। পাশাপাশি হাসপতালে বা শহরে আসার গ্রামীন রাস্তা গুলোর অবস্থা ভালো না হলে দ্রুত শহরে রোগীের আনা সম্ভব নয়। তাই গোবিন্দপুরে গ্রামীন রাস্তা র অবস্থা ও পরিদর্শন করেন ডাক্তার বিধায়ক। বাইরে এখন কাজ নেই।

Advertisement
ADVERTISEMENT

এলাকায় কর্মসংস্থান করতে পারলে অনেকটাই সুরাহা হয়। সেই লক্ষ্যে ফিসারি র জন্য বাঁধ কে ভাবে কাজে লাগানো যায় তা খতিয়ে দেখেন তিনি। বাঁধের জলে একদিকে চাষ পাশাপাশি মাছ চাষ করা গেলে বেকার সমস্যার অনেকটাই সমাধান হবে। এদিন বিধায়ক(MLA) ডাঃ খগেন্দ্রনাথ মাহাত (Dr. Khagendranath Mahata) জানান, এলাকার মানুষ রা প্রক্তন সাংসদ কে হাসপাতাল এবং রাস্তা সহ এলাকার অবস্থার কথা জানিয়ে ছিলেন। তাই তার নির্দেশে হাসপাতাল এলাকা পরিদর্শন করেন তিনি। কিভাবে ব্যাবস্থা নেওয়া যায় সেটাও দেখছেন তিনি। ডাক্তার বিধায়ক’কে(MLA) এভাবে যে কোনো সমস্যায় নিজেের মাঝে পেয়ে খুশি গ্রামবাসী রা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Medical Services

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.