Home » পশ্চিম মেদিনীপুরের ডেবারায় পুরসভা গঠনের উদ্যোগে মন্ত্রী হুমায়ন কবীর

পশ্চিম মেদিনীপুরের ডেবারায় পুরসভা গঠনের উদ্যোগে মন্ত্রী হুমায়ন কবীর

by Biplabi Sabyasachi
0 comments

Municipality

আরও পড়ুন ঃজলের তোড়ে পশ্চিম মেদিনীপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তৃণমূলের কার্য্যালয়

পত্রিকা প্রতিনিধি: এবার ডেবরা ব্লকের (Debra Block) কিছু এলাকাকে নিয়ে “বালিচক ডেবরা পুরসভা” (Balichak-Debra Municipality) গঠনের উদ্যোগ নিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী হুমায়ুন কবীর (Humayun Kabir)। শুধু তাই নয় এলাকার মানচিত্র অঙ্কন করে কোন কোন এলাকাকে যুক্ত করা হবে তা চিহ্নিত করে একেবারে নবান্নে প্রস্তাব পাঠিয়েছেন তিনি ।

ফাইল চিত্র

মন্ত্রীর পাঠানো সেই প্রস্তাব জেলাতেও পাঠিয়ে দেওয়া হয়েছে । পাঠানো প্রস্তাবে ১৫ টি ওয়ার্ড করার কথা উল্লেখ রয়েছে বলে জানা যায়। পাঁচটি পঞ্চায়েত এলাকাকে যুক্ত করা হচ্ছে বলে সূত্রের খবর। সেগুলি হল ডুঁয়া(Duan) ১,২ ও জলিবন্দা (JoliBanda)। ডুঁয়া ১ ও ২ পঞ্চায়েত এলাকায় ১থেকে ৭ নম্বর ওয়ার্ড ডেবরা (Debra) ১ও ২ এলাকায় ৯ থেকে ১৫ নম্বর ওয়ার্ড ও জলিবন্দা এলাকাকে ৮ নম্বর ওয়ার্ড করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এই পাঁচটি পঞ্চায়েত এলাকার ২৪ হাজার ৬৪২ জন ভোটারকে প্রস্তাবিত পুরসভা এলাকায় রাখা হয়েছে। সব মিলিয়ে ৩৩ হাজার ৪৮২টি পরিবারের ১ লক্ষ ৯ হাজার ৭৩৪ জন বাসিন্দাকে প্রস্তাবিত পুরসভার এলাকাভূক্ত করা হয়েছে। মোট ১৯টি গ্রামকে পুরসভার আওতায় আনা হয়েছে। গ্রামগুলি হল হরিনাথপুর (harinathpur), ঘোলই (, দয়ালপুর(, গৌরাঙ্গপুর(, গোটগেড়িয়া(, হামিরপুর(, ঠাকুরচক(, ভোগপুর(, রঘুনাথপুর(, বিরসিগেড়িয়া(, কানুরাম(, দুলুচক(Duluchawk), চককুমার(Chawkkumar), চাঁদিয়া(Chandia), পশ্চিম বেগুন(Paschim begun), আলিশাগড়(Alishagarh), হাইপাত(Hipat), ডেবরা(Debra) ও বরাগড়(Baragarh)।মন্ত্রী হুমায়ুন কবীর মানছেন, “এলকার উন্নয়ন করতে গেলে পুরসভা করা খুবই প্রয়োজন। পুরসভা হয়ে গেলে উন্নয়নের জন্য বরাদ্দ আর্থিক সহায়তার পরিমাণও বাড়বে।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Municipality

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.