Home » জেলায় রাত ৯ টা পর্যন্ত ২৩৮ জনের করোনা নেগেটিভ,নতুন করে করোনায় আক্রান্ত ১৫, মেদিনীপুর সদর ব্লকে ৩

জেলায় রাত ৯ টা পর্যন্ত ২৩৮ জনের করোনা নেগেটিভ,নতুন করে করোনায় আক্রান্ত ১৫, মেদিনীপুর সদর ব্লকে ৩

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । ভিন রাজ্য থেকে আসছেন পরিযায়ী শ্রমিকরা, তাই এই জেলাতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে বলে জেলা স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন । জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে , পশ্চিম মেদিনীপুর জেলায় ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়েছেন ১৫ জন ।আরো এক জনের মধ্যে করোনা ভাইরাসের সন্ধান মিললেও তিনি হুগলি জেলার আরামবাগ থেকে এসেছিলেন । জেলায় যে ১৫ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে তাদের রিপোর্ট বুধবার সন্ধ্যার মধ্যে এসেছে ।বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অবশ্য জেলায় করোনায় আক্রান্ত কেউ হননি ।বুধবার রাতের শেষ রিপোর্ট অনুযায়ী ঘাটালে ২ ও দাসপুরে ৫ করোনা আক্রান্তের হদিশ মিলেছে ।সূত্রের খবর, ঘাটাল পুরসভার ১০ নং ওয়ার্ডের গড় প্রতাপনগর ও ঘাটাল ব্লকের দেওয়ানচক ১ চকসাদি গ্রামের মোট ২ জন যুবকের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় বুধবার রাতেই ওই দুই যুবককে পাঁশকুড়ার করোনা লেভেল ৩ বড়মা সিরোনা হাসপাতালে পাঠানো হয়েছে ।পুলিশ প্রশাসনের তরফে ওই দুই যুবকের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।
অপরদিকে দাসপুর ১ নম্বর ব্লকের তাতারখাঁ, ধর্মা ও রাইকুন্ডু গ্রামের ৩ জন এবং দাসপুর ২ ব্লকের চককিশোর গ্রামের ২ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে ।জানা যায় মোট ৫ জন যুবকই পরিযায়ী শ্রমিক । গত ১৮ মে তারা মহারাষ্ট্র থেকে বাড়ি ফিরে আসেন । ফেরার দিনেই ৫ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল । প্রায় ১৬ থেকে ১৭ দিনের মাথায় ওই যুবকদের করোণা সংক্রমনের আক্রান্তের রিপোর্ট এসে পৌঁছায়। পেশায় তারা স্বর্ণশিল্পী , মহারাষ্ট্রে সোনার কাজ করতেন । ঘাটাল তথা দাসপুর বাসীদের মনে প্রশ্ন, নমুনা সংগ্রহের ১৬ দিন পরে আক্রান্তের খবর সামনে আসছে । এছাড়াও গড়বেতায় একজন, মোহনপুরে একজন, দাঁতনে একজন ও কেশপুরে তিনজন করোণায় সংক্রমণ হয়েছেন ।কেশপুরের পঞ্চমী, পুড়শুড়া ও আনন্দপুরে একজন করে মোট তিনজনের করোনা পজিটিভ হয়েছে ।আবার মেদিনীপুর সদর ব্লকের পাচরা ও বাজপাড়ায় একজন করে মোট ২ করোনা পজেটিভ ধরা পড়েছে ।প্রতিদিনই ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে ।বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টা পর্যন্ত ২৩৮ জনের রিপোর্ট পাওয়া গেছে তারা প্রত্যেকেই করোনা নেগেটিভ ।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.